বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের গণতন্ত্র এখন ষড়যন্ত্রের স্বীকার।
তিনি বলেন, বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। এতে করে ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল তা নষ্ট হচ্ছে। যে বন্ধন ছিল তাতে ফাটল ধরছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সুবিধা নিচ্ছে। তাই নিজেদের সকল বিভেদ ভুলে গিয়ে সকলকে আবার ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
বুধবার বিকালে মুশলধারে বৃষ্টির মধ্যে শহরের কানাইখালিতে জুলাই শহীদদের স্মরণে নাটোর জেলা ছাত্রদল আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু আরও বলেন, ফ্যাসিস্ট বিরোধী শক্তির ঐক্যে ফাটলের সুযোগ নিয়েই গোপালগঞ্জে আজ এনসিপির পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতাদের উপরে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ হামলার সাহস দেখিয়েছে। দুলু অবিলম্বে হামলাকারী সকলকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান। আগামী দিনে যেন নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ এমন হামলার সাহস আর দেখাতে না পারে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।
নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন দুলুর সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ছবি, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন ও সাইফুল ইসলাম আফতাব, নাসিম উদ্দীন নাসিম প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত