চট্টগ্রামের ফটিকছড়িতে পরিবেশ সুরক্ষায় আকাশমনি ও ইউক্যালিপটাস চারা ধ্বংস কার্যক্রম শুরু হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এই কার্যক্রমের আওতায় ধ্বংস করা হবে এক লাখ ১৭টি চারা। চারা সরবরাহকারী ৩২টি ব্যক্তি মালিকানাধীন নার্সারির মালিকদের প্রতিটি চারার জন্য চার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
বুধবার দুপুরে ফটিকছড়ি পৌরসভার দুই নার্সারি মালিকের হাতে প্রথম দফায় নগদ সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী। উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেকসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
ক্ষতিপূরণ হস্তান্তরের আগে নার্সারিতে প্রতীকীভাবে আকাশমনি ও ইউক্যালিপটাস চারা ধ্বংস কার্যক্রম উদ্বোধন করা হয়।
পরিবেশ বিজ্ঞানীদের মতে, আকাশমনি ও ইউক্যালিপটাস গাছ অতিরিক্ত পানি শোষণ করে এবং আশেপাশের জীববৈচিত্র্যে নেতিবাচক প্রভাব ফেলে। তাই এই গাছ চাষে নিরুৎসাহিত করছে সরকার।
বিডি প্রতিদিন/কেএ