শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরাম, শহীদ মীর মুগ্ধসহ সকল শহীদদের স্মরণে ‘স্মরণ সভা’ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জুলাই শহীদ দিবস ২০২৫ উপলক্ষে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আজ জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা)’র (লুৎফর) অংশের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় এক অংশের সভাপতির বক্তব্যে জাগপা’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেন, জুলাই বিপ্লবের ১ বছর পার হলেও খুনি আওয়ামী ফ্যাসিবাদীদের যে দমন করা যায়নি আজকের গোপালগঞ্জের ঘটনা তাই প্রমাণ করে। আওয়ামী দোসর খুনি সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ। অবিলম্বে আবু সাঈদসহ জুলাই আন্দোলনের শহীদদের হত্যাকারী আওয়ামী সন্ত্রাসীদের বিচার সম্পন্ন করতে হবে এবং শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনিমার্ণে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে।
জাগপা’র সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজের পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা)’র সহ-সভাপতি এম এ ওয়াহাব, ডা. আওলাদ হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান রোকন উদ্দিন হাজারী, পরিবেশবিদ জহিরুল ইসলাম, নগর সভাপতি হোসেন মোবারক, নগর সাধারণ সম্পাদক এম এ শাহিন, যুব জাগপা’র সভাপতি এম এ নাসিম পাপ্পু, কেন্দ্রীয় নেতা কামরুল ইসলাম, রইচ উদ্দিন, এম এ হাশেম প্রমুখ।