জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়েছে। বুধবার দুপুরে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিন) মোহাম্মদ ইমদাদ হুসাইন, পুলিশ সুপার মো. শরীফ উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন। সভায় জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়।
আলোচনা সভার শুরুতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালনা করা হয়। এর আগে বাদ জোহর কালেক্টর জামে মসজিদে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। এছাড়াও সকাল থেকে বরিশাল জেলার সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
বিডি প্রতিদিন/এএ