স্পেন ছেড়ে যাওয়ার পর পুরোনো এক মামলায় শাস্তি পেয়েছেন কার্লো আনচেলত্তি। কর ফাঁকির দায়ে তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
তার বিরুদ্ধে এই কর ফাঁকির অভিযোগ ২০১৪ সালের যখন তিনি প্রথম মেয়াদে রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন। ২০১৪ থেকে ২০১৫ পর্যন্ত আনচেলত্তি ইমেজ-স্বত্ব বাবদ ১০ লাখ ইউরোর বেশি আয়ের ওপর কর ফাঁকি দেন বলে অভিযোগ আনে স্পেনের কর কার্যালয়।
গত বছরের মার্চে আনচেলত্তির ৪ বছর ৯ মাসের কারাদণ্ড ও ৩২ লাখ ইউরো জরিমানার আবেদন করেন স্পেনের সরকারি কৌঁসুলিরা। অভিযোগে বলা হয়, তিনি শুধু ক্লাবের দেওয়া বেতনের কথা জানিয়েছিলেন এবং ট্যাক্স রিটার্নে তার ইমেজ-স্বত্ব থেকে আয় বাদ দিয়েছিলেন।
ক্যারিয়ারে দারুণ সফল এই ইতালিয়ান কোচ অবশ্য শুরু থেকেই তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তবে শেষ পর্যন্ত শাস্তি এড়াতে পারলেন না রিয়াল মাদ্রিদ ছেড়ে গত মে মাসে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়া ৬৬ বছর বয়সী এই কোচ।
অবশ্য স্পেনের আইন অনুযায়ী, অহিংস অপরাধে দুই বছরের কম কারাদণ্ডের শাস্তির ক্ষেত্রে সাধারণত কোনো অপরাধীকে জেলে যেতে হয় না। রিয়াল মাদ্রিদে দুই মেয়াদের দায়িত্বে দারুণ সফল ছিলেন আনচেলত্তি।
প্রথম দফায় ২০১৩ সালের গ্রীষ্মে মাদ্রিদের দলটির দায়িত্ব নেন আনচেলত্তি। ২০১৫ সালের মে মাসে বরখাস্ত করা হয় তাকে। চেলসি ও এসি মিলানের সাবেক এই কোচ আবার মাদ্রিদে ফেরেন ২০২১ সালের জুনে। দুই মেয়াদে তার কোচিংয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, দুইটি লা লিগাসহ অনেক শিরোপা জিতেছে ইউরোপের সফলতম দলটি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ