ভারতের প্রতিরক্ষা সর্বাধিনায়ক (সিডিএস) জেনারেল অনিল চৌহান বলেছেন, সম্প্রতি চীন, পাকিস্তান ও বাংলাদেশের কর্মকর্তারা এক সম্মেলনে মিলিত হয়েছিলেন। তিনটি দেশই নিজেদের স্বার্থে একে অন্যের প্রতি ঝুঁকছে। এ ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।
গতকাল ভারতের চিন্তক প্রতিষ্ঠান অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথাগুলো বলেন। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়, অনিল চৌহান বলেছেন, মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো ঋণ-কূটনীতির সাহায্যে প্রভাব বিস্তারের মধ্য দিয়ে ভারতের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। পাশাপাশি ঘন ঘন সরকার পরিবর্তন এবং তাদের আদর্শচ্যুতিও ভারতের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠছে। এ প্রবণতা বড় এক সমস্যা।
তিনি বলেন, চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠতা পুরোনো। বাংলাদেশে রাজনৈতিক পালাবদল, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর দেশত্যাগ এবং ভারতে আশ্রয়লাভ ভারত-বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলেছে। এ পরিস্থিতিতে তিনটি দেশের ঘনিষ্ঠতা ভারতের চিন্তা বাড়াতে পারে। চৌহান আরও বলেন, বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি এখন এক অনিশ্চয়তার মধ্যে আছে। বিশ্ব দুটি শক্তির মধ্যে ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের পর্যায়ে রয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান পুরো পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। আমাদের এখন এমন একটি নিরাপত্তা পরিবেশের জন্য প্রস্তুত থাকতে হবে, যেখানে একদিকে অভ্যন্তরীণ অস্থিরতা, অন্যদিকে বাহ্যিক সমন্বিত চাপ দুই-ই একযোগে আসতে পারে।