দুই দিন আগে পাল্লেকেলেতে ওয়ানডে খেলেছেন টাইগাররা। ওয়ানডে সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হেরে যান মেহেদি হাসান মিরাজরা। প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ হাতছাড়া করে মিরাজ বাহিনী। পরিচিত সেই পাল্লেকেলেতে আজ প্রথম টি-২০ খেলবে বাংলাদেশ। ৩ ম্যাচ সিরিজে নেতৃত্ব দেবেন লিটন দাস। আগামী বছরের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পাওয়া লিটনের নেতৃত্বে এটা তৃতীয় সিরিজ। আগের দুটি সিরিজে লিটন বাহিনী হেরেছে আরব আমিরাত ও পাকিস্তানের কাছে। ক্যান্ডির ৩৫ হাজার আসনের পাল্লেকেলে স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে টাইগাররা আজ খেলবে সিরিজের প্রথম ম্যাচ। দুই দলের সর্বশেষ মুখোমুখিতে জয়ের আত্মবিশ্বাস নিয়ে খেলবেন লিটনরা। গত বছর জুনে মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে টি-২০ বিশ্বকাপের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছিল ৮ উইকেটে। টি-২০ বিশ্বকাপের পর ৪টি সিরিজ খেলেছে টাইগাররা। ভারতের কাছে ৩-০তে বাংলাদেশ হারলেও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্যারিবীয়দের হারায় ৩-০ ব্যবধানে। ওই সিরিজের অধিনায়ক ছিলেন লিটন। তখনই জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন উইকেটরক্ষক ব্যাটার। নাজমুল হোসেন শান্তর জায়গায় তার হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেয় বিসিবি। চলতি বছর আরও দুটি সিরিজ খেললেও জয়ের মুখ দেখেনি লিটন বাহিনী। লিটন দাসের নেতৃত্বে আমিরাতের কাছে ২-১ এবং পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হেরে যায়। টানা সিরিজ হারে টাইগাররা মানসিকভাবে অনেকটাই ভঙ্গুর। তার ওপর পাল্লেকেলের পরিসংখ্যানও ভালো নয়। এখানে ৩ ম্যাচের সবগুলোতেই হেরেছে। ম্যাচের দুটি ছিল ২০১২ সালে টি-২০ বিশ্বকাপে। নিউজিল্যান্ডের কাছে ৫৯ রানে এবং পাকিস্তানের কাছে হেরেছিল ৮ উইকেটে। ২০১৩ সালে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে হেরে যায় ১৭ রানে। মোট পরিসংখ্যানেও বেশ পিছিয়ে টাইগাররা। দুই দলের ১৭ মুখোমুখিতে টাইগারদের ৬ জয়ের বিপরীতে শ্রীলঙ্কার ১১টি। দুই দল সর্বশেষ টি-২০ সিরিজ খেলেছে গত মার্চে। বাংলাদেশের মাটিতে সিরিজটি সফরকারীরা জিতেছিল ২-১ ব্যবধানে। পরস্পরের বিপক্ষে দুই দল এখন পর্যন্ত টি-২০ সিরিজ খেলেছে ৫টি। এবার ষষ্ঠ সিরিজ খেলবে। শ্রীরঙ্কার মাটিতে সিরিজ খেলবে তৃতীয়বার। ২০১৩ সালে সিরিজটি হেরেছিল ১-০ ব্যবধানে। ২০১৭ সালে ড্র হয়েছিল ১-১ ব্যবধানে। সিরিজে দুই বছর পর ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন।
শিরোনাম
- রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
- রংপুরে বাস পুকুরে পড়ে নিহত ২, আহত ২০
- স্থগিত হলো কারিগরি শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা
- নির্বাচনের আগে ডিসি-এসপি পদে রদবদল হবে
- সব ধরনের অপরাধ থেকে সুন্দরবনকে মুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ
- কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
- ভোটের মার্কা শাপলা নয়, ইসির নীতিগত সিদ্ধান্ত
- ১৮ জুলাই বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট পাবেন গ্রাহকরা
- ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ১৬ কর্মকর্তাকে বদলি
- ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান
- বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- উন্নয়নের নামে প্রতারণা করে ক্ষমতায় ছিল স্বৈরাচারী সরকার : রিজভী
- হাসিনার কল রেকর্ড ফাঁস : ‘এটা ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি’
- নাটোরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য গ্রেপ্তার
- ভিডিও ছড়ানোর ‘মূলহোতা’ শাহ পরান পাঁচদিনের রিমান্ডে
- র্যাগিংয়ের নামে জুনিয়রদের যৌন হেনস্তার অভিযোগে ৭ ইসরায়েলি সেনা আটক
- চট্টগ্রামে টানা বর্ষণে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা
- জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লক্ষ্মীপুরে ১৫ দিনের কর্মসূচি
- স্পেনের আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু
টি-২০তে ঘুরে দাঁড়াতে চান টাইগাররা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর