পুরান ঢাকার বকশীবাজারে দুই বাসের মধ্যে চাপা পড়ে জহুরুল হক সেলিম (৫২) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে বকশীবাজার মোড় ও বুয়েটের মাঝামাঝি সড়কে এ ঘটনা ঘটে। এ সময় ক্যানসার আক্রান্ত ছেলেকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যাচ্ছিলেন জহুরুল হক। ঘটনার পরই স্থানীয়রা বাস ও চালককে আটক করে থানায় সোপর্দ করেন।
ঢামেক সূত্র জানায়, জহুরুল হকের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার বাবুপাড়া গ্রামে। দুই সন্তানের জনক তিনি। পরিবার নিয়ে বকশীবাজারে ভাড়া বাসায় থাকতেন। তার বড় ছেলে জুবায়ের (১৩) প্রায় আট মাস ধরে ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে ঢামেকে ভর্তি আছে।
নিহতের শ্যালিকা সিনথিয়া বেগম গতকাল জানান, রাতে এশার নামাজ শেষে মাদরাসা শিক্ষা বোর্ড মসজিদ থেকে বের হয়ে জহুরুল তার অসুস্থ ছেলেকে দেখতে হাসপাতালে আসছিলেন। রাস্তা পার হওয়ার সময় মৌমিতা পরিবহনের দুই বাসের মধ্যে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন এবং তার ডান হাত ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতেই ঢামেক হাসপাতালে নেন। প্রাথমিক চিকিৎসা ও হাত প্লাস্টার করে চিকিৎসক বাসায় নেওয়ার পরামর্শ দেন। তবে বাসায় ফেরার পথে অবস্থার অবনতি হলে আবার তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। জানা যায়, জহুরুল হক আগে গ্রামের বাড়িতে মুদি দোকান চালাতেন। ছেলের চিকিৎসার খরচে ব্যবসা বন্ধ হয়ে যায় এবং পরিবার চরম আর্থিক সংকটে পড়ে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।