ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে আজ রাত ১ টায় মুখোমুখি হচ্ছে ইংলিশ জায়ান্ট চেলসি ও ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। টুর্নামেন্টের চারটি ব্রাজিলিয়ান ক্লাবের মধ্যে একমাত্র ফ্লুমিনেন্সই পৌঁছেছে সেমিফাইনালে।
চেলসি কোয়ার্টার ফাইনালে ২০২৩ সালের রানার্সআপ পালমেইরাসকে ২-১ গোলে হারিয়ে সেমিতে ওঠে। ম্যাচের ১৬ মিনিটে কোল পামারের গোলে এগিয়ে যায় চেলসি। দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে সমতা ফেরান পালমেইরাসের এস্তেভাও। তবে ৮৩ মিনিটে মালো গুস্তোর একটি শট গিয়ায়ের গায়ে লেগে গোল হয়ে চেলসিকে এনে দেয় জয়।
অন্যদিকে, ফ্লুমিনেন্স আল হিলালের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে। ম্যাচ শুরুর আগে পর্তুগিজ ফুটবলার দিয়েগো জোতার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় আল হিলালের দুই পর্তুগিজ খেলোয়াড় রুবেন নেভেস ও জোয়াও ক্যানসেলো আবেগপ্রবণ হয়ে পড়েন। ম্যাচে ফ্লুমিনেন্সের হয়ে গোল করেন ম্যাথিউজ মার্তিনেল্লি ও হারকিউলিস। আল হিলালের একমাত্র গোলটি করেন লিওনার্দো।
আজকের ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে। দুই দলের এই লড়াই যে ফাইনালের দারপ্রান্তে পৌঁছানোর জন্য, তা নিয়ে উত্তেজনার কমতি নেই।
এদিকে আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ফরাসি ক্লাব পিএসজি ও স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে পিএসজি। অন্যদিকে রিয়াল মাদ্রিদ ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়ে পৌঁছেছে সেমিতে।
বিডি প্রতিদিন/মুসা