দ্বীন ইসলাম শুরুতে এগিয়ে নিলেন দলকে। ব্যবধান দ্বিগুণও করলেন তিনি। অমিত হাসান পেলেন জালের দেখা। হংকংকে হারিয়ে এএইচএফ অনুর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে শুভসূচনা পেল দল।
চীনের দাঝুতে আজ বৃহস্পতিবার পুল-এ’র ম্যাচে হংকংকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে যুবারা।
ম্যাচের ডেডলক বাংলাদেশ খুলে ২০তম মিনিটে, দ্বীন ইসলামের ফিল্ড গোলে। ছয় মিনিট পর পেনাল্টি কর্নার (পিসি) থেকে ব্যবধান দ্বিগুণও করেন তিনি। জোড়া গোলের ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন দ্বীন ইসলাম।
দুই গোলে এগিয়ে চালকের আসনে বসে যাওয়া বাংলাদেশ ব্যবধান আরও বাড়িয়ে নেয় ৪৩তম মিনিটে; পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করেন অমিত। পুল-এ’তে বাংলাদেশ ও হংক ছাড়া বাকি তিন দল চীন, শ্রীলঙ্কা ও পাকিস্তান। এ মুহূর্তে এক হয়ে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ