চার বছরের বেশি সময় পর ইংল্যান্ডের টেস্টে দলে ফিরলেও ম্যাচ খেলার জন্য আরও অপেক্ষা করতে হবে জফ্রা আর্চারকে। ভারতের বিপক্ষে রান তাড়ায় জেতা হেডিংলি টেস্ট থেকে এজবাস্টন টেস্টের একাদশে কোনো পরিবর্তন আনেনি ইংলিশরা।
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির দ্বিতীয় টেস্ট শুরু হবে বুধবার (২ জুলাই)। দুই দিন আগেই একাদশে জানিয়ে দিয়েছে স্বাগতিকরা। প্রথম টেস্টে ৩৭১ রানের লক্ষ্য তাড়ায় ৫ উইকেটের স্মরণীয় জয় তুলে নেয় ইংল্যান্ড। ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে প্রথম দল হিসেবে পাঁচ সেঞ্চুরির পরও ম্যাচ হারের বিরল নজির গড়ে ভারত।
দুই ইনিংসেই ব্যাটিংয়ে ভারতের দাপুটে শুরুর পর ঘুরে দাঁড়ায় ইংল্যান্ডের বোলাররা। প্রথম ইনিংসে তারা ৪১ রানে তুলে নেয় শেষ ৭ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৩১ রানে শেষ ৬ উইকেট। ম্যাচে মোট ৭ উইকেট শিকার করেন পেসার জশ টং। নতুন বলে গতি দিয়ে মুগ্ধ করেন ব্রাইডন কার্স। অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস ম্যাচে উইকেট নিতে পারেন কেবল একটি, তবে প্রথম ইনিংসে ব্যাট হাতে মূল্যবান ৩৮ রান করেন তিনি।
দ্বিতীয় টেস্টের জন্য গত সপ্তাহে ঘোষিত ১৫ সদস্যের দলে ফেরানো হয় আর্চারকে। ১৩ টেস্টের সবশেষটি তিনি খেলেছেন ২০২১ সালের ফেব্রুয়ারিতে, ভারতের বিপক্ষে আহমেদাবাদে। একের পর এক চোটে লম্বা সময় তাকে থাকতে হয়েছে মাঠের বাইরে। মাঝে ইংল্যান্ডের হয়ে সীমিত ওভারের কিছু ম্যাচ তিনি খেলেছেন।
গত সপ্তাহে তিনি চার বছরের বেশি সময় পর প্রথম শ্রেণির ক্রিকেটে ফেরেন সাসেক্সের হয়ে। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডারহামের বিপক্ষে ড্র ম্যাচে এক ইনিংসে বোলিং করে ১৮ ওভারে ৩২ রান দিয়ে একটি উইকেট নেন তিনি। এরপরই তাকে টেস্ট দলে ডাকা হয়।
আপাতত একাদশে সুযোগ না পেলেও লর্ডসে তৃতীয় টেস্ট দিয়ে ইংল্যান্ডের হয়ে সাদা পোশাকে ফিরতে পারেন ৩০ বছর বয়সী এই পেসার। আসছে ম্যাচের ভেন্যু এজবাস্টনে ভারত কখনও টেস্ট জিততে পারেনি। এই মাঠে খেলা আট টেস্টের সাতটি তারা হেরেছে, অন্যটি ড্র হয়েছে।
দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলিভার পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টং, শোয়েব বাশির।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ