আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ফলে সমালোচনাও শুনতে হচ্ছে বাংলাদেশ দলকে।
আরব আমিরাতের বিপক্ষে হার নিয়ে শুক্রবার পেসার খালেদ আহমেদ বলেন, 'টি-টোয়েন্টি ম্যাচে ছোট দল বা বড় দল বলতে কিছু নেই। যার যার দিনে সে জেতে, কেউ মোমেন্টাম পেয়ে গেলে ওটাই সারা ম্যাচে বজায় রাখার চেষ্টা করতে হয়।'
'বিপিএলে আমরা যেমন মোমেন্টাম পেয়ে গেলে ম্যাচ শেষ করে আসার চেষ্টা করি। সেরকমই বিষয়টা। হারার জন্য তো কেউ যায় না, কেউই হারতে চায় না। মোমেন্টাম হয়তো আমরা পাইনি তাই হেরে গেছি। সামনে পাকিস্তান সিরিজ আছে, ইনশাআল্লাহ আমরা কামব্যাক করব।'
খালেদ জানালেন চ্যালেঞ্জ জানাতে পছন্দ করেন তিনি, 'আমার সবসময় চ্যালেঞ্জ নিতে ভালো লাগে। আমার কাছে টায়ার্ডও লাগেনি। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। কে কোথায় খেলবে সেটা তো ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আমি সুযোগ পেলে ভালো খেলার চেষ্টা করি।'
পেসারদের নিয়ে খালেদ বলেন, 'এখানে কিন্তু এবাদত খেলত। কিন্তু ওর ওয়ার্কলোডের বিষয় আছে। ও ইনজুরি থেকে এসেছে, তাই ওকে বিশ্রাম দিয়ে দিয়ে খেলানো হচ্ছে ফিজিও এবং ডাক্তারের পরামর্শে। এছাড়া আমাদের টিম কম্বিনেশনের জন্য ব্যাটার কম হয়ে যায়, যদি পেস বোলিং অলরাউন্ডার থাকতো তাহলে টিম কম্বিনেশনটা ভালো হতো, একজন অতিরিক্ত পেসার থাকতো। এইচপিতে দুজন বোলিং অলরাউন্ডার আছে, ইনশাআল্লাহ ওরা উন্নতি করে এই জায়গায় আসবে।'
বিডি প্রতিদিন/ ওয়াসিফ