পাকিস্তান সফরে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচ সংখ্যা কমিয়ে আনা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা থাকলেও এখন তিন ম্যাচের সিরিজে অংশ নেবে বাংলাদেশ দল।
সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। তবে এখনো সিরিজের নির্দিষ্ট সূচি চূড়ান্ত হয়নি।
পাকিস্তান সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসে গতকাল রাতে দুবাইয়ে অনুষ্ঠিত এক বৈঠকে। বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ এবং ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীন। আলোচনার পর দুই বোর্ডের সম্মতিতে সিরিজটি তিন ম্যাচে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত হয়।
প্রসঙ্গত, ২৫ মে লাহোরে অনুষ্ঠিত হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল। এরপরই শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ।
এদিকে বাংলাদেশ দল বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে। শুরুতে এই সিরিজ দুই ম্যাচের হওয়ার কথা থাকলেও পরে একটি ম্যাচ যোগ করে সিরিজটি তিন ম্যাচের করা হয়।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের চূড়ান্ত সূচি শিগগিরই দুই বোর্ডের পক্ষ থেকে জানানো হবে বলে আশা করা যাচ্ছে।
বিডি প্রতিদিন/মুসা