ইংল্যান্ড সফরের এজবাস্টন টেস্টে দুর্দান্ত ব্যাটিং করেছেন ভারতীয় তরুণ ওপেনার জশস্বী জয়সওয়াল। মাত্র ১৩ রানের জন্য শতক হাতছাড়া হলেও গড়েছেন এক অনন্য কীর্তি। এই মাঠে ভারতের হয়ে ওপেনার হিসেবে সর্বোচ্চ রানের ইনিংস খেলার রেকর্ড এখন তার দখলে।
পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন জয়সওয়াল। এর মধ্য দিয়ে ভেঙে দেন ৫১ বছর ধরে অক্ষত থাকা একটি রেকর্ড। ১৯৭৪ সালে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে ৭৭ রানের ইনিংস খেলেছিলেন ভারতীয় ওপেনার সুধীর নায়েক। এতদিন পর্যন্ত সেটিই ছিল এ মাঠে ভারতের ওপেনারদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।
জয়সওয়ালের ৮৭ রান সেই রেকর্ড ছাড়িয়ে গিয়ে তাকে এনে দিয়েছে নতুন এক উচ্চতা। ফলে সুধীর নায়েক নেমে গেছেন দ্বিতীয় স্থানে। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন সুনীল গাভাস্কার, যিনি ১৯৭৯ সালে করেছিলেন ৬৮ রান। চতুর্থ স্থানে আছেন চেতেশ্বর পূজারা, যিনি ২০২২ সালে করেছিলেন ৬৬ রান।
সেঞ্চুরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েও ফিরে আসা হতাশার হলেও, ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়াটাই এখন জয়সওয়ালের জন্য বড় প্রাপ্তি।
বিডি প্রতিদিন/নাজিম