ব্রাজিলে নেইমারের স্বাক্ষর করা একটি ফুটবল চুরি করায় এক ভক্তকে ১৭ বছরেরও বেশি কারাদণ্ড দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।
শুধু বল চুরি নয়, তার বিরুদ্ধে আনা হয়েছে আরও বেশ কয়েকটি গুরুতর অভিযোগ রয়েছে যার মধ্যে আছে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, সহিংস দাঙ্গায় অংশ নেওয়া ও সরকারি সম্পত্তি ধ্বংসের মতো অপরাধ।
ঘটনা কী হয়েছিল? ২০২৩ সালের ৮ জানুয়ারি ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় হাজার হাজার বিক্ষুব্ধ জনতা কংগ্রেস ভবন, সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্ট ভবনে হামলা চালায়। এরা সবাই সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারোর সমর্থক ছিলেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট লুলা দা সিলভার শপথ গ্রহণের এক সপ্তাহের মধ্যেই এই সহিংসতা ঘটে। এই দাঙ্গার সময় ৩৪ বছর বয়সী নেলসন রিবেইরো ফঁসো জুনিয়র কংগ্রেস ভবনে প্রবেশ করেন এবং সেখানে ডিসপ্লেতে থাকা নেইমারের স্বাক্ষরিত একটি বল চুরি করে নিয়ে যান।
স্থানীয় সময় গত সোমবার ব্রাজিলের সুপ্রিম কোর্ট তাকে ১৭ বছর ৪ মাসের কারাদণ্ড দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়- তিনি শুধু বল চুরি করেননি বরং একটি সুপরিকল্পিত রাষ্ট্রবিরোধী সহিংসতায় অংশ নিয়েছেন। আদালত বলেন, “এই কাজ ছিল গণতন্ত্রকে ভাঙার একটি হুমকি।”
অভিযুক্ত স্বীকার করেন, তিনি বলটি নিয়েছিলেন এবং পরে পুলিশকে ফিরিয়ে দেন। তার আইনজীবীরা দাবি করেন, বলটি নিরাপদ রাখতে নিয়েছিলেন তিনি। কিন্তু বিচারপতিরা যুক্তি প্রত্যাখ্যান করে বলেন, এটি সরকারি মালিকানাধীন ও ঐতিহাসিকভাবে মূল্যবান বস্তু ছিল।
নেইমারের সই করা ওই বলটি সান্তোস ক্লাব থেকে উপহার হিসেবে কংগ্রেস ভবনে রাখা হয়েছিল। ২০২৩ সালের সহিংস ওই ঘটনার পর ৫০০ জনের বেশি মানুষকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ