গত বছরের ১১ মার্চ টেস্ট ক্রিকেটে সবশেষ মাঠে নেমেছিলেন ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ার হয়ে সাদা পোশাকে আবার তাকে দেখা যেতে পারে আগামী ১১ জুন। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর সম্প্রতি মাঠে ফেরা এই ক্রিকেটার জায়গা পেয়েছেন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অস্ট্রেলিয়া দলে।
১৫ জনের এই দলে বড় কোনও চমক নেই। সবশেষ শ্রীলঙ্কা সফরের মাঝপথে ঘরোয়া ক্রিকেটে খেলতে দেশে ফেরা তরুণ ব্যাটসম্যান স্যাম কনস্টাস টিকে গেছেন দলে। বিকল্প স্পিনার হিসেবে অনুমিতভাবেই দলে আছেন ম্যাথু কুনেমান। গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা সফরে দুই টেস্টে ১৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ছিলেন এই বাঁহাতি স্পিনার।
তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তার একাদশে বাইরে থাকার সম্ভাবনাই বেশি। একমাত্র স্পিনার হিসেবে ন্যাথান লায়নেরই খেলার কথা। তবে ফাইনালের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে কুনেমানকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হতে পারে। ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচের টেস্ট সিরিজে খেলবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের এই স্কোয়াডই। চোট নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও দলে রাখা হয়েছে জশ হেইজেলউডকে। তিনি ও অধিনায়ক প্যাট কামিন্স ছিলেন না সবশেষ শ্রীলঙ্কা সফরে।
ক্যারিবিয়ায় অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ শুরু ২৫ জুন। প্রথম টেস্ট বারবাডোজে, পরের দুটি গ্রেনাডা ও জ্যামাইকায়।
অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেয়ারি, ক্যামেরন গ্রিন, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাওয়াজা, স্যাম কনস্টাস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, বাউ ওয়েবস্টার।
সফরসঙ্গী রিজার্ভ: ব্রেন্ডার ডগেট।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ