ভারতের টেস্ট ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। আইপিএলের ব্যস্ত সূচির মধ্যেই রোহিত শর্মা ঘোষণা করেছেন, আর টেস্ট ক্রিকেটে দেখা যাবে না তাকে। ফলে আগামী মাসে ইংল্যান্ড সফরে নতুন অধিনায়কের নেতৃত্বে খেলবে ভারতীয় দল। এই অবস্থায় সবচেয়ে আলোচনায় রয়েছেন তরুণ ওপেনার শুবমান গিল।
দলের সহ-অধিনায়ক জাসপ্রিত বুমরাহ আগে রোহিতের অনুপস্থিতিতে তিনটি টেস্টে নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া সফরের দুটি ম্যাচ। তবে নেতৃত্বে দক্ষতা দেখালেও তার বারবার চোটে পড়া এবং শরীরের ওপর অতিরিক্ত চাপের আশঙ্কা তাকে পিছিয়ে দিচ্ছে সম্ভাব্য অধিনায়ক তালিকা থেকে। ভারতের সেরা ফাস্ট বোলার হিসেবে তাকে নিয়মিত বিশ্রাম দেওয়ার প্রয়োজন পড়বে, যা তাকে দীর্ঘমেয়াদি অধিনায়ক হিসেবে অনুপযুক্ত করে তুলছে।
এই প্রেক্ষাপটে এগিয়ে এসেছেন ২৫ বছর বয়সী শুবমান গিল। এখনও পর্যন্ত তিনি টেস্ট বা ওয়ানডেতে অধিনায়কত্ব না করলেও, গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিয়েছেন এবং আইপিএলে টানা দ্বিতীয়বার গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিচ্ছেন। চলতি আসরে দল ও তিনি নিজে দুজনেই ভালো ফর্মে রয়েছেন।
গিলের টেস্ট পরিসংখ্যান এখনও অতটা উজ্জ্বল নয়- ৩২ ম্যাচে ৫টি সেঞ্চুরি, ৭টি ফিফটি, গড় ৩৫.০৫। তবে তার টেকনিক, ক্রিকেটবোধ ও ভবিষ্যতের নেতৃত্বগুণ বিবেচনায় তাকে ভারতের সম্ভাব্য দীর্ঘমেয়াদি টেস্ট অধিনায়ক ভাবা হচ্ছে। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের কথা মাথায় রেখেই ভারতের নীতিনির্ধারকেরা একজন স্থায়ী নেতা বেছে নিতে চান।
লোকেশ রাহুলের নামও বিকল্প হিসেবে শোনা যাচ্ছে, তবে বয়স (৩৩) ও টেস্টে ধারাবাহিকতা না থাকায় তিনি মূল দৌড়ে পিছিয়ে রয়েছেন।
সব মিলিয়ে, টেস্ট অধিনায়ক হিসেবে শুবমান গিলের নামটাই এখন ভারতীয় ক্রিকেটে সবচেয়ে আলোচিত।
বিডি প্রতিদিন/মুসা