পাকিস্তান-ভারতের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই ভারতের অরুণাচল প্রদেশে অনুশীলনে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল। আসন্ন সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ উপলক্ষে গতকাল ভারত পৌঁছেছে বাংলাদেশ দল। আগামী শুক্রবার (৯ মে) টুর্নামেন্টের পর্দা উঠবে।
বাংলাদেশ দল আজ বুধবার বিকেলে একটি ঘন্টাব্যাপী অনুশীলন করেছে। পরে এক ভিডিও বার্তায় দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘আমরা গতকাল একটি দীর্ঘ ভ্রমণ করেছি, তাই পুরো দিন বিশ্রামে ছিলাম। আজ প্রথম অনুশীলন করেছি। ছেলেরা বেশ চনমনে ছিল, ভালো সেশন হয়েছে। তারা যদি স্বাভাবিক খেলাটা খেলতে পারে, তাহলে ইনশাআল্লাহ ভালো কিছু নিয়েই ফিরতে পারব।’
দলের সেন্ট্রাল ডিফেন্ডার আশিকুর রহমান বলেন, ‘আজ আবহাওয়াটা বেশ ভালো ছিল। আমাদের প্রথম ম্যাচ মালদ্বীপের বিপক্ষে, সেটা জিতে শুরু করতে চাই। এরপর একে একে ম্যাচ ধরে ফাইনালে যেতে চাই।’
এদিকে, পাক-ভারত যুদ্ধ পরিস্থিতি অরুণাচলে তেমন প্রভাব ফেলেনি, তাই আপাতত বড় কোনো শঙ্কা দেখছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে যুব দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘এটা সাফের টুর্নামেন্ট। সাফ আছে, এআইএফএফ (অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন) আছে। কোনো সমস্যা হলে স্বাগতিক দেশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, আশাকরি হবেও না।’
এই টুর্নামেন্টে স্বাগতিক ভারতের পাশাপাশি খেলবে বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। পাকিস্তান এই আসরে অংশ নিচ্ছে না। সফরকারী দলগুলোর মধ্যে বাংলাদেশই সবার আগে ভারত পৌঁছেছে। আজকের মধ্যে অন্য দলগুলোও অরুণাচল পৌঁছাবে বলে জানানো হয়েছে।
পাক-ভারত বৈরিতা আঞ্চলিক ক্রীড়াঙ্গনেও ছাপ ফেলতে পারে বলে আশঙ্কা রয়েছে। এর মাঝেই সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ আয়োজন ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্রীড়া উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
বিডি প্রতিদিন/আশিক