ধর্ষণের দায়ে দোষী প্রমাণিত হওয়ায় সাজা পেয়েছিলেন ব্রাজিলের সাবেক ফুটবলার দানি আলভেস। আলভেসকে সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছিলেন বার্সেলোনা শহরের আদালত। সেই রায়ের বিরুদ্ধে দেশটির কাতালুনিয়া অঞ্চলের হাইকোর্টে আপিল করে জয়ী হলেন তিনি। তার শাস্তি বাতিল করে অভিযোগ থেকে খালাস দেওয়া হলো।
শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আলভেসের আপিলের পর মূল রায়ে ‘অসঙ্গতি’ ও ‘বৈপরীত্য’ খুঁজে পেয়েছেন হাইকোর্ট। যার ভিত্তিতে আলভেসের বিরুদ্ধে রায়টি বাতিল করা হয়েছে।
আদালতের রায়ে বলা হয়েছে, ‘আগের রায়ে অনেক ফাঁকফোকর, অসম্পূর্ণতা, অসঙ্গতি ও সাংঘর্ষিক বিষয় ছিল, যা বিচারিক মূল্যায়ন এবং নিষ্পত্তিতে সমস্যা সৃষ্টি করেছে।’
আলভেসের সাবেক আইনজীবী ইনেস গার্দিওলা জানান, সাবেক এই ফুটবল তারকা মুক্তি পাওয়ায় অত্যন্ত খুশি। ‘দানি আলভেস ভীষণ আনন্দিত, সে নির্দোষ,’ বলে জানান তিনি।
গত বছরের ফেব্রুয়ারিতে বার্সেলোনা, জুভেন্টাস ও পিএসজির প্রাক্তন খেলোয়াড় আলভেসকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। পাশাপাশি ভুক্তভোগীকে ১ লাখ ৫০ হাজার ইউরো দেওয়ার জন্যও তাকে নির্দেশ দিয়েছিলেন আদালত। ২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার একটি নৈশক্লাবে এক নারীকে ধর্ষণের অভিযোগে ২০২৩ সালের জানুয়ারিতে তার বিরুদ্ধে মামলা হয়েছিল।
ব্রাজিলের হয়ে দু’টি করে কোপা আমেরিকা ও কনফেডারেশন্স কাপজয়ী আলভেস গত বছরের মার্চ থেকে জামিনে মুক্ত আছেন। তিনি শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে বলে আসছেন যে, ঘটনায় দুজনেই সম্মতি ছিল।
৪১ বছর বয়সী আলভেসের ওপর থাকা ভ্রমণ নিষেধাজ্ঞাও তুলে নিয়েছেন হাইকোর্ট। তাই এখন তার স্পেন ত্যাগ করতে কোনো বাধা নেই।
এর আগে আলভেস ১৪ মাস জেলেও ছিলেন। কিন্তু আপিলের ফলে সাজা বাতিল হওয়ায় তিনি মুক্তি পেয়েছেন।
সূত্র : রয়টার্স।
বিডি-প্রতিদিন/বাজিত