পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একটি ম্যাচেই কেবল অন্য পাকিস্তানকে দেখা গিয়েছিল। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি জিতেছিল ৯ উইকেটের বড় ব্যবধানে। বাকি চার ম্যাচে খুঁজেই পাওয়া গেলো না বাবর-রিজওয়ানহীন তরুণ পাকিস্তানকে।
ওয়েলিংটনে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে টিম শেইফার্টের দানবীয় ব্যাটিংয়ে পাকিস্তানকে ১০ ওভারেই হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। ম্যাচটি তারা জিতেছে ৮ উইকেটে। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজ ৪-১ ব্যবধানে নিজের করে নিলো স্বাগতিকরা।
বুধবার (২৬ মার্চ) ওয়েলিংটনে টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। জেমস নিশামের তোপে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১২৮ রান তুলতে সমর্থ হয় পাকিস্তানিরা। জবাব দিতে নেমে টিম শেইফার্টের ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তানিদের দেয়া লক্ষ্য ১০ ওভারেই পেরিয়ে যায় কিউইরা।
১২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই মারমুখী খেলতে থাকে নিউজিল্যান্ড। দুই ওপেনার শেইফার্ট ও ফিন অ্যালেনের মারকাটারি ব্যাটিংয়ে ৬.২ ওভারে ৯৩ রান তুলে ফেলে। ১২ বলে ৫ চার ও ১ ছয়ে ২৭ রান করে অ্যালেন সুফিয়ান মুকিমের শিকারে পরিণত হয়।
মার্ক চ্যাপমান এদিন জ্বলে উঠতে ব্যর্থ হয়েছেন। ৭ বলে ৩ রান করে মুকিমের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের বাকি গল্পটুকু শুধুই শেইফার্টের। মাত্র ৩৮ বলে ৬ চার ও ১০ ছয়ে ৯৭ রানের দুর্দান্ত ইনিংসে ইনিংসের অর্ধেক বল বাকি থাকতেই কিউইদের জয় এনে দিয়েছেন এই ৩০ বছর বয়সী। এর মধ্যে শাদাব খানের করা ১০ম ওভারেই হাঁকিয়েছেন ৪টি ছক্কা। সে ওভারে সব মিলিয়ে এসেছে ২৬ রান। ড্যারেল মিচেল অপরাজিত থাকেন ২ রান করে।
ঘরের মাঠের সিরিজ নিউজিল্যান্ড ৪-১ ব্যবধানে জিতে নিয়েছে। ২৪৯ রান করে সিরিজসেরা হয়েছেন ওপেনার টিম শেফার্ট।
বিডি প্রতিদিন/মুসা