আইপিএলে দল না পাওয়ার পর প্রথমবার ধারাভাষ্য দিতে ডাক পাওয়ায় আলোচনায় ছিলেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ তারকা কেইন উইলিয়ামসন। ভারত ও ভারতের বাইরের বর্তমান ও সাবেক ৫০-এর বেশি ক্রিকেটার ম্যাচে ধারাভাষ্য দেবেন। তবে দীর্ঘ এই তালিকায় ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠানের নাম নেই। আগের আসরগুলোয় কাজ করলেও এবার পাঠানকে না রাখায় বিস্মিত অনেকেই।
আইপিএলে ধারাভাষ্যকারদের তালিকায় ইরফানের নাম শেষ কয়েক বছর নিয়মিত ছিল। তবে ধারাভাষ্যের সময় কয়েক জন ক্রিকেটারের বিপক্ষে ব্যক্তিগত রাগ প্রকাশ করতেন তিনি। সেই কারণেই এই শাস্তির খড়গ নেমে এসেছে।
ধারাভাষ্যের নিয়ম হচ্ছে, নিরপেক্ষ বিশ্লেষণ করা। তাই যুক্তিসঙ্গত সমালোচনা স্বাভাবিক। তবে গত দুই বছর ধরে, কিছু ক্রিকেটারের লাগাতার সমালোচনা করছিলেন ইরফান। বোর্ডার-গাভাস্কার সিরিজে ইরফান এক ক্রিকেটারের প্রচুর সমালোচনা করেন। পরবর্তীতে সেই ক্রিকেটার রাগে ইরফানের মোবাইল নাম্বর ব্লক করে দিয়েছেন।
বিসিসিআইয়ের এক সূত্রের মাধ্যমে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ইরফানকে আগে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি শোনেননি। গত দুই বছর ধরে লাগাতার এই ঘটনা ঘটছে। তিনি ব্যক্তিগত বিষয় ধারাভাষ্যের সময় তুলে ধরছেন। তার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
ধারাভাষ্যকার হিসেবে বিসিসিআইয়ের অফিশিয়াল সম্প্রচারকদের কাছে চুক্তিপত্র না পাওয়া একমাত্র ব্যক্তি নন ইরফান। এর আগে ভারতের সঞ্জয় মাঞ্জরেকার ও হার্শা ভোগলেও ধারাভাষ্য প্যানেল থেকে বাদ পড়েছিলেন কিছু ক্রিকেটারের অভিযোগের পরিপ্রেক্ষিতে। ধারাভাষ্যে তাদের কথায় সন্তুষ্ট হতে পারেননি সেসব ক্রিকেটার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ