চ্যাম্পিয়ন্স ট্রফির সেই ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
রবিবার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ২৫১ রান করে নিউজিল্যান্ড। লক্ষ্য তাড়ায় নেমে উড়ন্ত সূচনা করে ভারত। রোহিত শর্মা খেলেন ৮৩ বলে ৭৬ রানের হার না মানা ইনিংস। ম্যাচ শেষে তার প্রাপ্য সম্মানও পেয়েছেন এই ওপেনার, জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।
শিরোপা জয় ও ম্যাচসেরা হওয়ার পর রোহিত বলেন, ‘এটি আমার স্বাভাবিক খলা নয়, তবে আমি এটি করতে চেয়েছিলাম। যখন ভিন্ন কিছু করতে চান, তখন দলের ও ম্যানেজমেন্টের সমর্থন প্রয়োজন হয়। আমি আগেই রাহুল দ্রাবিড় ভাইয়ের সঙ্গে কথা বলেছি, এখন গৌতি (হেড কোচ গৌতম গম্ভীর) ভাইয়ের সঙ্গেও আলোচনা করেছি। এটি আমার সত্যিই চাওয়ার একটি বিষয় ছিলো। এত বছর ধরে আমি ভিন্ন স্টাইলে খেলেছি, আর এখন এই নতুন কৌশল থেকে আমরা ফলাফল পাচ্ছি।’
অন্যদিকে টুর্নামেন্টসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। ৪ ইনিংসে ব্যাট করে তিনি করেছেন ২৬৩ রান। গড় ৬৫.৭৫ ও স্ট্রাইক রেট ১০৬.৪৭।
টুর্নামেন্টসেরার পুরস্কার গ্রহণের সময় রাচিন বলেন, ‘এটি অম্ল-মধুর অনুভূতি। একটি দুর্দান্ত ফাইনাল ছিল। ব্যক্তিগত স্বীকৃতি দারুণ, আর দলের হয়ে খেলা সবসময়ই আনন্দের।’
বিডি প্রতিদিন/মুসা