চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠার লক্ষ্যে শুক্রবার লাহোরে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। কিন্তু বেরসিক বৃষ্টি সেই ম্যাচটি হতে দিলো না। তুমুল বৃষ্টিতে কঠিন হয়ে যায় আফগানদের সেমিতে ওঠার স্বপ্ন। অন্যদিকে, এক পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা চারে জায়গা করে নিয়েছে।
বৃষ্টি বাগড়া দেওয়ার আগে আফগানদের দেওয়া ২৭৩ রানের লক্ষ্য তাড়ায় ১২.৫ ওভারে ১ উইকেটে ১০৯ রান তুলেছিল অজিরা।
আফগানিস্তানের সেমিফাইনাল খেলার স্বপ্ন এখনও শেষ হয়ে যায়নি। কিন্তু সম্ভাবনা খুবই কম। এক্ষেত্রে তাদের তাকিয়ে থাকতে হবে আজ হতে যাওয়া ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিকে। যেখানে ইংলিশদের বিপক্ষে প্রোটিয়াদের শুধু হারলেই চলবে না, তাদের হারতে হবে ২০৭ রানের বড় ব্যবধানে। আবার দক্ষিণ আফ্রিকা যদি আগে ব্যাট করে ৩০০ রান তুলে, সেই লক্ষ্য ইংল্যান্ড ১১.১ ওভারে পেরোতে পারলেই সেমিতে উঠবে হাশমতউল্লাহ-রশিদ-নবিরা।
‘বি’ গ্রুপ থেকে এখন পর্যন্ত ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে পেরেছে কেবল অস্ট্রেলিয়া। ইংল্যান্ড ছিটকে গিয়েছিল আগেই, আর বাকি থাকল দুই দল। আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার পয়েন্ট সমান ৩ করে। কিন্তু নেটরানরেটে অনেক এগিয়ে থাকায় সুবিধাটা পাচ্ছে প্রোটিয়ারা। তাদের নেট রানরেট ২.১৪০। অন্যদিকে, আফগানদের নেট রানরেট -০.৯৯০। ফলে হারলেও সেমিতে ওঠার সুযোগ আছে দক্ষিণ আফ্রিকার, যদি না তারা ২০৭ রানের ব্যবধান কিংবা ১১.১ ওভারেই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ হারে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ