পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের পর্দা উঠবে আগামী ১১ এপ্রিল। একই সময়ে চলবে অন্যতম জনপ্রিয় লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল)। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের পিএসএল-আইপিএলের এই সাংঘর্ষিক সূচির আভাস আগেই পাওয়া গিয়েছিল। সেটি সত্যি হলো পাকিস্তানের টুর্নামেন্টটির পূর্ণাঙ্গ সূচি (PSL Fixtures 2025) ঘোষণার মধ্য দিয়ে। যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে এই আসর শুরু হবে।
পিএসএলের উদ্বোধনী ম্যাচটি হবে রাওয়ালপিন্ডিতে। সবমিলিয়ে এই আসরে ৩৪টি ম্যাচ হবে ৪ ভেন্যু– রাওয়ালপিন্ডি, করাচি, মুলতান ও লাহোরে। ১৩ মে রাওয়ালপিন্ডি এবং ১৪ ও ১৬ মে লাহোরে প্লে-অফ ম্যাচের ভেন্যু নির্ধারিত হয়েছে। আর ফাইনাল হবে ১৮ মে, লাহোরে।
১৮০০ কোটি টাকা ব্যয়ে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম সংস্কার করা হয়েছিল চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। যেখানে এবারের পিএসএলে সর্বোচ্চ ১৩টি ম্যাচ রাখা হয়েছে। এ ছাড়া রাওয়ালপিন্ডিতে ১১, করাচি এবং মুলতানে হবে সমান ৫টি করে ম্যাচ। ৩৮ দিনব্যাপী এই প্রতিযোগিতায় কেবল ৩দিন দুটি করে ম্যাচ হবে, বাকি সময়ে দিনে হবে একটি করে ম্যাচ।
সূচি ঘোষণায় পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসের জানিয়েছেন, ‘আমরা পাকিস্তান সুপার লিগের ঐতিহাসিক দশম আসরের সূচি ঘোষণায় রোমাঞ্চিত। গত ১০ বছরে এই টুর্নামেন্ট বৈশ্বিকভাবে গ্রহণযোগ্য ও স্বীকৃত প্রতিযোগিতায় পরিণত হয়েছে। যেখানে পাকিস্তানের ক্রিকেটীয় প্রতিভার প্রদর্শনী হয়। পূর্ব-প্রতিশ্রুতি অনুসারে টুর্নামেন্ট শুরুর আগে আগে পেশোয়ারে একটি পিএসএলের প্রদর্শনী ম্যাচ আয়োজন করব। যা হবে পেশোয়ারে সর্বোচ্চ স্তরের ক্রিকেট শুরুর একটি প্রক্রিয়া।’
বছরের শুরুতেই জানা গিয়েছিল– আগামী এপ্রিল-মে মাসে বসবে পিএসএল আসর, একই উইন্ডোতে চলবে আইপিএল-ও। যদিও উভয় টুর্নামেন্টের উইন্ডো–ই পেছানো হয়েছিল চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির সূচির সঙ্গে বিবেচনায় নিয়ে। নয়তো এই সময়েই প্রতিবার পিএসএল আসর চলে। প্রতিবারের মতো এবারও পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে ৬টি দল অংশ নিচ্ছে। ২০২৬ আসর থেকে দুটি দল বাড়ানোর সম্মতি দিয়েছে এসব ফ্র্যাঞ্চাইজি।
পিএসএলে লিটন-নাহিদ-রিশাদদের ম্যাচ কবে কখন
অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২৫ আসরের সূচি ঘোষণা করা হয়েছে। এর আগে জানুয়ারিতে অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফট থেকে পিএসএলে দল পেয়েছিলেন বাংলাদেশের ৩ তারকা ক্রিকেটার নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন। সব ঠিক থাকলে ভিন্ন তিন ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে জড়াবেন তারা। আগামী ১১ এপ্রিল পিএসএলের দশম আসরের পর্দা উঠবে।
এদিকে, আগেভাগেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাত্রা শেষ করেছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরেই তারা বিদায় নিশ্চিত করেছিল। এরপর পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচটি পরিত্যক্ত হয় বৃষ্টির বাগড়ায়। এরপর বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। যদিও ওই সিরিজের সূচি এখনও নির্ধারিত হয়নি। তবে পিএসএল আসর শুরুর আগেই শেষ হতে পারে বাংলাদেশ-জিম্বাবুয়ের লড়াই। যদিও বাংলাদেশি ক্রিকেটারদের পিএসএলে খেলা নির্ভর করছে বিসিবির ছাড়পত্র বা অনাপত্তিপত্রের (এনওসি) ওপর।
এর আগে ১৩ জানুয়ারি অনুষ্ঠিত পিএসএলের দশম আসরের ড্রাফটে ছিলেন ৩৯ বাংলাদেশি ক্রিকেটার। এদের মধ্যে থেকে দল পান ৩ জন। এর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ‘গোল্ডেন’ ক্যাটাগরি থেকে পেসার নাহিদ রানাকে দলে ভেড়ায় পেশোয়ার জালমি। যেখানে তার পারিশ্রমিক ৬০ লাখ টাকা। এ ছাড়া সিলভার ক্যাটাগরি থেকে লিটনকে করাচি কিংস এবং রিশাদ হোসেনকে লাহোর কালান্দার্স দলে নেয়।
১১ এপ্রিল পিএসএলের উদ্বোধনী ম্যাচেই খেলবে রিশাদের দল লাহোর কালান্দার্স। টুর্নামেন্টটিতে দু’বারের চ্যাম্পিয়ন দলটি মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের। দ্বিতীয় দিন (১২ এপ্রিল) নাহিদ রানার পেশোয়ার জালমি নিজেদের প্রথম ম্যাচ খেলবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে। একইদিন দ্বিতীয় ম্যাচে লিটনের করাচি কিংস ও মুলতান সুলতান মুখোমুখি হবে।
পিএসএলের উদ্বোধনী ম্যাচটি হবে রাওয়ালপিন্ডিতে। সবমিলিয়ে এই আসরে ৩৪টি ম্যাচ হবে ৪ ভেন্যু– রাওয়ালপিন্ডি, করাচি, মুলতান ও লাহোরে। ১৩ মে রাওয়ালপিন্ডি এবং ১৪ ও ১৬ মে লাহোরে প্লে-অফ ম্যাচের ভেন্যু নির্ধারিত হয়েছে। আর ফাইনাল হবে ১৮ মে, লাহোরে।
পিএসএলে নাহিদ-লিটন-রিশাদদের ম্যাচসূচি
- লাহোর-ইসলামাবাদ ১১ এপ্রিল (রাওয়ালপিন্ডি)
- পেশোয়ার-কোয়েটা ১২ এপ্রিল (রাওয়ালপিন্ডি)
- করাচি-মুলতান ১২ এপ্রিল (করাচি)
- লাহোর-কোয়েটা ১৩ এপ্রিল (রাওয়ালপিন্ডি)
- পেশোয়ার-ইসলামাবাদ ১৪ এপ্রিল (রাওয়ালপিন্ডি)
- লাহোর-করাচি ১৫ এপ্রিল (করাচি)
- করাচি-কোয়েটা ১৮ এপ্রিল (করাচি)
- পেশোয়ার-মুলতান ১৯ এপ্রিল (রাওয়ালপিন্ডি)
- করাচি-ইসলামাবাদ ২০ এপ্রিল (করাচি)
- করাচি-পেশোয়ার ২১ এপ্রিল (করাচি)
- লাহোর-মুলতান ২২ এপ্রিল (মুলতান)
- লাহোর-পেশোয়ার ২৪ এপ্রিল (লাহোর)
- করাচি-কোয়েটা ২৫ এপ্রিল (লাহোর)
- লাহোর-মুলতান ২৬ এপ্রিল (লাহোর)
- পেশোয়ার-কোয়েটা ২৭ এপ্রিল (লাহোর)
- লাহোর-ইসলামাবাদ ৩০ এপ্রিল (লাহোর)
- করাচি-মুলতান ১ মে (মুলতান)
- লাহোর-কোয়েটা ১ মে (লাহোর)
- পেশোয়ার-ইসলামাবাদ ২ মে (লাহোর)
- লাহোর-করাচি ৪ মে (লাহোর)
- পেশোয়ার-মুলতান ৫ মে (মুলতান)
- পেশোয়ার-করাচি ৮ মে (রাওয়ালপিন্ডি)
- পেশোয়ার-লাহোর ৯ মে (রাওয়ালপিন্ডি)
- ইসলামাবাদ-করাচি ১০ মে (রাওয়ালপিন্ডি)
বিডি প্রতিদিন/আশিক