জিতলে টিকবে আশা, হারলেই বাদ—কঠিন এমন সমীকরণের সামনে আফগানিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ট্রফির মিশনে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ বাঁচা-মরার লড়াই। স্টিভ স্মিথের দলও হারলে পড়বে মহাবিপাকে। পাকিস্তানের লাহোরে বসেছে পঞ্চাশ ওভারের এই মহারণ।
সেমিফাইনালের ভাগ্য নির্ধারণের ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি।
অজিদের বিপক্ষে ম্যাচ নিয়ে আফগান অধিনায়ক বলেন, 'আগের ম্যাচের পারফরম্যান্স নিয়ে আমরা খুশি। অজিদের বিপক্ষে আমাদের পরিকল্পনা রয়েছে, আশা করি আগের ম্যাচের ভুলগুলো কাটিয়ে উঠবো।'
একই মাঠে ইংলিশদের বিপক্ষে খেলেছে অস্ট্রেলিয়া। রেকর্ড রান তাড়া করে জয়ের কীর্তি গড়ে স্টিভ স্মিথের দল। আফগানদের আশা স্পিন দিয়ে অজিদের বধ করা সহজ হবে। স্মিথ বলেন, 'আমরা সামনের দিকে তাকিয়ে আছি। আমরা আক্রমনাত্বক খেলার মানসিকতা নিয়ে এসেছি।'
বিডি প্রতিদিন/ ওয়াসিফ