সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের প্রথমটিতে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আজ আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক আফঈদা খন্দকার।
আমিরাতের হয়ে জোড়া গোল করেন জর্জিয়া, একটি করেন এলিজাবেথের। ২ মার্চ একই দলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবেন স্বপ্না-সুরভীরা।
শুরুতেই দুই গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। অষ্টাদশ মিনিটে এলিজাবেথ ফরশ এবং ২৮তম মিনিটে জর্জিয়া গিবসন পরাস্ত করেন পোস্টের নিচে দাঁড়ানো ইয়ারজান বেগমকে। বয়সভিত্তিক পর্যায়ে আলো ছড়ানো এই গোলকিপার এদিন হতে পারেননি দলের ত্রাতা।
সাবিনা খাতুন না থাকায় এই সফরে অধিনায়কের আর্মব্যান্ড ওঠে আফঈদা খন্দকারের বাহুতে। ৩৫তম মিনিটে এই ডিফেন্ডারের সফল স্পট কিকে স্কোরলাইন ২-১ করে বিরতিতে যায় দল।
দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষকে চেপে ধরতে পারেনি বাংলাদেশ। বরং এ অর্ধে আরও এক গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় বাটলারের দল। নিজের দ্বিতীয় গোলটি করেন স্বাগতিক দলের ফরোয়ার্ড জর্জিয়া।
বিডি প্রতিদিন/নাজমুুল