চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হারল বাংলাদেশ। ২৩৬ রানের জবাবে খেলতে নেমে ২৩ বল হাতে রেখেই জয় পায় নিউজিল্যান্ড। এই জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠল কিউইরা।
সোমবার রাওয়ালপিন্ডিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিলেন তানজিদ হাসান তামিম ও শান্ত। দুজনে মিলে উদ্বোধনী জুটিতে ৪৫ রান তোলেন। তানজিদ তামিম ২৪ রানে মিচেল ব্রেসওয়েলের বলে আউট হলে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। দল বড় ধাক্কা খায় মুশফিকুর রহিম ও মাহমুউল্লাহ রিয়াদ দায়িত্ব নেওয়ার বিপরীতে অপ্রয়োজনীয় শটে আউট হলে। দুজনকেই ফিরিয়েছেন ব্রেসওয়েল। মুশফিকুর ২ ও মাহমুদউল্লাহ ৪ রানে আউট হন।
বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটারের আগে আউট হয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়। ১৩ রান করা মিরাজের বিপরীতে ৭ রানে আউট হয়েছেন ভারতের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করা হৃদয়।
সতীর্থরা আসা-যাওয়ার মধ্যে থাকলেও নেতৃত্বের দায়িত্ব পালন করেন শান্ত। এক প্রান্ত আগলে রেখে দলের রান বাড়ানোর কাজ করেন বাংলাদেশ অধিনায়ক।
আউট হওযার আগে খেলেছেন ৭৭ রানের ইনিংস। ১১০ বলের ধীরগতির ইনিংসটি সাজিয়েছেন ৯ চারে। তার আউটের পর দলকে আড়াইশ ছুঁই ছুঁই স্কোর এনে দেন জাকের আলী অনিক। এর আগে ভারতের বিপক্ষে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ৬৮ রান করা উইকটরক্ষক-ব্যাটার আজ কিউইদের বিপক্ষে করেছেন ৪৫ রান। মাঝে ২৫ বলে ২৬ রানের ইনিংস খেলে অবদান রাখেন রিশাদ হোসেনও।
জবাবে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। প্রথম ওভারেই তাসকিনের বলে শূন্য রানে আউট হন ওপেনার উইল ইয়াং। পরে তৃতীয় ব্যাটার হিসেবে কেন উইলিয়ামসন মাঠে নেমেও সুবিধা করতে পারেননি। মাত্র ৫ রানে নাহিদ রানার বলে সাজঘরে ফেরেন তিনি। তবে শুরুতেই দুই উইকেট হারানোর ধাক্কা সামলে ওঠে নিউজিল্যান্ড। দলের হাল ধরেন ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র।
একপর্যায়ে কনওয়ে ৩০ রানে আউট হলে টম লাথামকে নিয়ে এগিয়ে যেতে থাকেন রাচিন। তিনি ১১২ রানে আউট হলেও ততক্ষণে জয়ের ভিত গড়ে দেন। পরে লাথামও আউট হন ৫৫ রানে। শেষদিকে গ্লেন ফিলিপস ২১ ও মিচেল ব্রেসওয়েল ১১ রান করেন।
বিডি প্রতিদিন/এমআই