আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট করতে নেমে দুর্দান্ত এক বিশ্বরেকর্ড গড়লেন বিরাট কোহলি। ওয়ানডেতে দ্রুততম ১৪ হাজার রানের রেকর্ড এখন তার। তিনি ভেঙে দিলেন আরেক কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ড।
মাইলফলক থেকে ১৫ রান দূরে থেকে রবিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে নামেন কোহলি। দুবাইয়ে রান তাড়ায় ত্রয়োদশ ওভারে ১৪ হাজার রানের কাঙ্ক্ষিত ঠিকানায় পা রাখেন তিনি।
টেন্ডুলকার ১৪ হাজার রানের সীমানা ছুঁয়েছিলেন ৩৫০ ইনিংসে। কোহলির লাগল স্রেফ ২৮৭ ইনিংস। কুমারা সাঙ্গাকারার লেগেছিল ৩৭৮ ইনিংস। এই তিনজন ছাড়া ১৪ হাজার রান ওয়ানডে ইতিহাসে আর কারও নেই।
বিডি প্রতিদিন/এমআই