বাংলাদেশের নারী ক্রিকেটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘জেন্ডার সেনসিটিভিটি ট্রেনিং প্রোগ্রাম’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ক্রিকেট বোর্ড বিসিসি। গতকাল বিসিবির একাডেমিক ভবনে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মূলত খেলোয়াড় ও বিসিবি ম্যানেজমেন্টের সচেতনতা, দায়িত্ব এবং পেশাদার যোগাযোগ বৃদ্ধির সংস্কৃতি গড়ে তুলতেই এ আয়োজন। ইউএন উইমেনের মধ্যস্থ্যতায় এ কর্মশালায় উপস্থিত ছিলেন জাতীয় ও কেন্দ্রীয় চুক্তিবদ্ধ থাকা ৫১ জন ক্রিকেটার। বিসিবি মাঝে মাঝেই খেলোয়াড় ও কোচদের প্রশিক্ষণের জন্য কর্মশালা পরিচালনা করে থাকে। এ কর্মশালাগুলোর উদ্দেশ্য হলো নারী খেলোয়াড়দের একটি নিরাপদ, ইনক্লুসিভ ও ক্রিকেটিং পরিবেশ নিশ্চিত করা। যেখানে জেন্ডার ইকুয়ালিটি, হয়রানি প্রতিরোধ ও অপব্যবহার রোধ করে ক্রীড়া পরিবেশ তৈরির বিষয়ে ফোকাস করা হয়েছে।