জয় দিয়ে এশিয়া কাপ শুরু করেছে আফগানিস্তান। সাদিকুল্লাহ আতাল ও আজমতুল্লাহ ওমরজাইয়ের ব্যাটিংয়ের পর সাঁড়াশি বোলিংয়ে হংকংকের বিপক্ষে ৯৪ রানে জয় পেয়েছে রশিদ খানের দল।
গতকাল আবুধাবি শেখ আবু জায়েদ স্টেডিয়ামে আসরের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের ১৮৮ রানের জবাবে ৯৪ রানে থেমে যায় হংকং। টস জিতে আফগানদের হয়ে সাদিকুল্লাহ সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেন। ৫২ বলে ৬ চার ও ৩ ছক্কায় ইনিংসটি সাজান এ ওপেনার। যা আসরের প্রথম হাফ সেঞ্চুরি। নবী ৩৩ রানে আউট হন ২৬ বলে ৩ চার ও এক ছক্কায়। শেষের দিকে ২১ বলের ঝোড়ো ইনিংস খেলেন আজমতুল্লাহ। হংকংয়ের হয়ে আয়ুশ সুকলা ও কিঞ্ছিত সাহা দুটি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারাতে থাকে হংকং। দলের হয়ে বাবর হায়াৎ ৪৩ বলে ৩ ছক্কায় ৩৯ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন। বাবর ছাড়া শুধু অধিনায়ক ইয়াসিম দুই অঙ্কের রান পান। করেন ১৬ রান।
প্রতিপক্ষ হিসেবে ইয়াসিম মর্তুজার হংকং একেবারে অপরিচিত নয় রশিদ খানের। দুই দল গতকাল ষষ্ঠবার পরস্পরের বিপক্ষে খেলছে। আগের পাঁচ ম্যাচে তিনবার জিতেছে আফগানিস্তান, দুবার হংকং। দুই দল এবারই প্রথম টি-২০ এশিয়া কাপে মুখোমুখি হয়েছে। দুবার টি-২০ বিশ্বকাপে খেলেছে এবং দুবারই জিতেছে আফগানিস্তান।