বিএনপির সাবেক দফতর সম্পাদক ও এমপি মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণে এই দেশে গোলাম আজমের পুনর্জন্ম হয়েছে। জিয়ার কল্যাণেই জামায়াত এ দেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে।
মঙ্গলবার বেনাপোলের শার্শার লক্ষণপুর হাইস্কুল মাঠে এক সভাবেশে তিনি এসব বলেন।
তৃপ্তি বলেন, বেগম জিয়া তাদের প্রতি বিশ্বাস রেখে হাতে ধানের শীষ তুলে দিয়েছিলেন। কিন্তু তারা আজ বিএনপির বিরোধিতা করছে। তারা মুখে বলছে পিআর না দিলে ভোটে আসবে না, আবার অন্যদিকে বাড়ির মহিলাদের কাছে বেহেস্তের টিকিট বিক্রি করছে। এ ধরনের মোনাফেকদের থেকে দূরে থাকতে হবে।
সমাবেশে তৃপ্তি বলেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে দলমত ভুলে ধানের শীষে ভোট দিতে হবে।
লক্ষ্মণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদা, শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক আল মামুন বাবলু, বিএনপি নেতা বদিউজ্জামাল বদি, আতাউর রহমান আতা প্রমুখ।
বিডি-প্রতিদিন/মাইনুল