পেশির চোটে ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। শনিবার অনুশীলনের সময় তার পায়ের পেশিতে হালকা টান অনুভব করেন অস্ট্রেলিয়ার তারকা এই ওপেনার।
হিলির অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন অজি নারী দলের সহ-অধিনায়ক তাহলিয়া ম্যাকগ্রা। আগামী শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে হিলির অবস্থা পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
এর আগে আগামীকাল বুধবার ইন্দোরে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে অজিদের উইকেটকিপার হিসেবে দায়িত্ব পালন করবেন বেথ মুনি। আর হিলির পরিবর্তে জর্জিয়া ভলের একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
সোমবার দীর্ঘ ব্যাটিং অনুশীলন করতে দেখা গেছে তাকে। ফলে ধরে নেওয়া যাচ্ছে সম্ভাব্য বিকল্প হিসেবে তিনিই বিবেচনায় রয়েছেন।
এ পর্যন্ত পাঁচ ম্যাচে চারটি জিতে সেমিফাইনাল নিশ্চিত করা প্রথম দল অস্ট্রেলিয়া। পয়েন্ট টেবিলের শীর্ষেও আছে তারা। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাও সেমিফাইনাল নিশ্চিত করেছে। বাকি এক জায়গার জন্য লড়ছে কয়েকটি দল।
সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় হিলির অনুপস্থিতিতে খুব বেশি চিন্তিত নয় অস্ট্রেলিয়া। তবে তিনি যেই ফর্মে রয়েছেন নিশ্চিতভাবেই তার পারফরম্যান্স মিস করবে তারা। চলতি বিশ্বকাপে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে করেছিলেন ১৯ ও ২০ রান, এরপর ভারতের বিপক্ষে ১০৭ বলে ১৪২ এবং বাংলাদেশের বিপক্ষে ৭৭ বলে অপরাজিত ১১৩ রানের ইনিংস খেলেছেন তিনি।
বিডি প্রতিদিন/কেএ