চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার রাতে বাঁশখালী আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাকের নেতৃত্বে এ লিফলেট বিতরণ করা হয়।
এ সময় অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ চলবে। তারেক রহমানের ৩১ দফার মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, দেশের উন্নয়ন হবে। এই ৩১ দফা জনগণের দ্বারে দ্বারে পৌঁছাতে হবে। আমি ঘোষণা দিয়েছি, বাঁশখালী আসন থেকে মনোনয়ন চাইব।
এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হক, দক্ষিণ জেলা বিএনপির সদস্য দেলোয়ার আজিম, শোয়াইবুল ইসলাম কায়েস, মোহাম্মদ আজম, নাজমুল হোসাইন, মহিউদ্দীন খোকন, রাশেদ, বাহাদুর আলম, কাইছারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/কেএ