জাতীয় নারী হ্যান্ডবলের পর্দা উঠছে আগামীকাল। এটি নারীদের ৩৬তম দেশসেরা আসর। এবার দুই পর্বের লড়াইয়ে সার্ভিসেস সংস্থা ও জেলা ক্রীড়া সংস্থা মিলিয়ে ১৯ দল অংশ নিচ্ছে। প্রথম পর্বের খেলা কাল কোর্টে গড়াবে। দুই ভাগে বিভক্ত হয়ে ১০ দল খেলবে। বাংলাদেশ আনসার-ভিডিপি, ফরিদপুর, বরগুনা, শেরপুর, কক্সবাজার, বাংলাদেশ পুলিশ, মাদারীপুর, কুষ্টিয়া, দিনাজপুর ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রথম পর্বে অংশ নেবে। ২০ আগস্ট শুরু হবে দ্বিতীয় পর্ব। এখানে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ৯ দল। জামালপুর, নওগাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, পঞ্চগড়, নড়াইল, যশোর, ঢাকা, বগুড়া ও গোপালগঞ্জ। দুই গ্রুপের শীর্ষ চার দলের মধ্যে ২৪ আগস্ট হবে সেমিফাইনাল। পর দিন শিরোপা নির্ধারণী ম্যাচ। চ্যাম্পিয়ন দল পাবে ২৫ ও রানার্সআপ ১৫ হাজার টাকার প্রাইজমানি। তৃতীয় দল পাবে ১০ হাজার টাকা। এর বাইরে উৎসাহ ভাতা হিসেবে শীর্ষ আট দলকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। সেরা খেলোয়াড় ট্রফির পাশাপাশি ৫ হাজার টাকা পাবেন।
প্রতিযোগিতা উপলক্ষে গতকাল সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল হ্যান্ডবল ফেডারেশন।
সেখানে সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা এস এ গেমস সামনে রেখে ক্যাম্প শুরু করেছি। ভালো করাই আমাদের লক্ষ্য।’