ভারত-পাকিস্তানের রাজনৈতিক জটিলতা পেছনে ফেলে সেপ্টেম্বরে শুরু হবে এশিয়া কাপ। তবে এবার তাতে যুক্ত হলো সম্প্রচারের জটিলতা। কেননা এশিয়া কাপের সম্প্রচার চ্যানেল সনি স্পোর্টস নেটওয়ার্ক পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর চাপ সৃষ্টি করছে। এশিয়া কাপের অফিসিয়াল সম্প্রচারস্বত্ব হিসেবে সনি স্পোর্টস নেটওয়ার্ককে ২০৩১ সাল পর্যন্ত এ প্রতিযোগিতার সম্প্রচারের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে ১ হাজার ৪৮০ কোটি টাকা দিতে হবে। পাকিস্তানে এশিয়া কাপের সম্প্রচারের জন্য তারা এ চুক্তির ২৫ শতাংশ অর্থাৎ ৩৭০ কোটি টাকা দাবি করেছে। তাতেই বাড়ে জটিলতা। কিন্তু চুক্তির শর্তানুযায়ী পাকিস্তানে এশিয়া কাপের সম্প্রচারের জন্য সনিকে মোট চুক্তির ১০ শতাংশ অর্থ পরিশোধ করতে হবে দেশটির টিভি চ্যানেলগুলোকে। আর ২০২৫ সালে এসে পাকিস্তানের কাছে চুক্তির ২৫ শতাংশ অর্থ দাবি করেছে সনি স্পোর্টস। যদিও ঠিক কী কারণে ১৫ শতাংশ বাড়তি অর্থ দাবি করা হয়েছে, তার ব্যাখ্যা দেয়নি সনি। এমন পরিস্থিাতিতে পাকিস্তানে এশিয়া কাপের সম্প্রচার নিয়ে দেখা দিয়েছে জটিলতা। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’ জানিয়েছে, এ টাকার চাপ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষে সামলানো মুশকিল।
পিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ‘এ পরিস্থিাতিতে পাকিস্তানের সব সম্প্রচারকারী চ্যানেলকে এক জায়গায় আসতে হবে। হয় সবাই মিলে একসঙ্গে একটাই চ্যানেলে এশিয়া কাপের সম্প্রচার করতে হবে। না হলে প্রতিযোগিতার সম্প্রচারের দৌড় থেকে বেরিয়ে আসতে হবে। সে ক্ষেত্রে পাকিস্তানে এশিয়া কাপ সম্প্রচার করা যাবে না।’