সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ ২০২২ সালে অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কায়। সেবার বাংলাদেশ ফাইনাল খেলতে পারেনি। ফাইনালে নেপালকে হারিয়ে শিরোপা জয় করেছিল ভারত। এবার শ্রীলঙ্কার মাটিতে ফের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়ন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের লক্ষ্য ছিল শিরোপা জয় করে ঘরে ফেরা। কিন্তু ভারতের কাছেই আটকে গেল বাংলাদেশ। গতকাল কলম্বো রেসকোর্স স্টেডিয়ামে ভারত ২-২ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে। চলতি বছর ছেলেদের টুর্নামেন্টে দ্বিতীয় ট্রফিতে ভারতের কাছে হারল লাল-সবুজের জার্সিধারীরা। গত মে মাসে অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়েই চ্যাম্পিয়ন হয় ভারত।
গতকাল ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ভারত। ম্যাচের চতুর্থ মিনিটে টাওঠাঙের ফ্রি কিকে বল পেয়ে ডি-বক্সে পাস দেন গুনলিবা। ডি-বক্সের ভিতরে বল নিয়ন্ত্রণে নিয়ে গোল করেন দালালমুন গাংতে। সমতায় ফিরতে খুব একটা দেরি করেনি বাংলাদেশ। ২৪ মিনিটে অধিনায়ক নাজমুলের কর্নার কিকে ডি-বক্সে বল পেয়ে হেডে গোল করেন মানিক। ৩৯ মিনিটে ভারত ফের এগিয়ে যায়। বাম দিক থেকে ডি-বক্সে বল বাড়ান গুনলিবা। গোলরক্ষক আলিফ বল নিয়ন্ত্রণে নিতে গিয়েও ব্যর্থ হন। বল পেয়ে গোলমুখী শট নেন আজলান শাহ। গোল লাইনে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের ডিফেন্ডার ইকরামুলের পায়ে লেগে বল জল স্পর্শ করে। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ভারত। ম্যাচের শেষ মুহূর্তে রিদোয়ানের গোলে সমতায় ফিরে বাংলাদেশ। জয়ের স্বপ্ন দেখতে থাকেন সমর্থকরা। তবে টাইব্রেকারে একে একে গোল করতে ব্যর্থ হন বাংলাদেশের ইকরামুল ও আজম খান। মানিক টাইব্রেকারে গোল করলেও ভারতের সঙ্গে ব্যবধান কমাতে পারেননি। ভারতের পক্ষে টানা চার শটে চারটি গোল করেন দালালমুন, কোতো মেইতি, ইন্দ্র রানা ও শুবন পুনিয়া।
ছেলেদের ফুটবলে বয়সভিত্তিক প্রতিযোগিতায় বাংলাদেশ প্রথম সাফল্য পায় ২০১৫ সালে। সে বছর সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এরপর ২০১৮ সালে অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে দক্ষিণ এশিয়ায় সেরা হয় লাল-সবুজের জার্সিধারীরা। সেবার ফাইনালে পাকিস্তানকে পরাজিত করে। এ দুটি টুর্নামেন্টেই ফাইনালে টাইব্রেকারে জয় পায় বাংলাদেশ। ২০২৪ সালে নেপালে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে স্বাগতিকদের ৪-১ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বয়সভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশ ফাইনাল খেলেছে অনেকবার। অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে চলতি বছরের মে মাসে ফাইনাল খেলেও ভারতের কাছে হেরে যায় তরুণ ফুটবলাররা। সেই পরাজয়ের শোধ নেওয়ার সুযোগ ছিল গতকাল। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না নাজমুলরা। এবারের টুর্নামেন্টে গ্রুপ পর্বে দুটি ম্যাচেই দারুণ জয় পেয়েছে বাংলাদেশ।