ভারতের দিল্লিতে হিন্দিতে কথা বলতে না পারায় মব সৃষ্টি করে দুই শিক্ষার্থীকে পিটিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর লালকেল্লায় ঘটনাটি ঘটে। পিটুনির শিকার দুজন বীরভূম জেলার বাসিন্দা ও দিল্লির জাকির হোসেন কলেজের শিক্ষার্থী।
এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে কেরালার সাংসদ জন বৃতাস স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে জানতে চেয়েছেন, হিন্দি না জানা কোনো আইনত অপরাধ কি না? তিনি দিল্লির পুলিশ কমিশনারের কাছেও জবাব চেয়েছেন। এ ছাড়া ঘটনাটি নিয়ে দিল্লিতে বিরোধী দলগুলোর প্রতিবাদ জানানোর কথা রয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জাকির হোসেন কলেজের দুই ছাত্রের কাছে মোবাইল বিক্রি করতে আসেন এক ব্যক্তি। তারা সেটি কিনতে অস্বীকার করলে ওই ব্যক্তি লোকজন নিয়ে তাদের ওপর হামলা করেন। এরপর পুলিশ হস্তক্ষেপ করে। হিন্দি না জানায় ওই দুই ছাত্র ইংরেজিতে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেন। এতে পুলিশ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাদের বেধড়ক মারধর করে।