জমে উঠেছে বিসিবি নির্বাচন। কাউন্সিলরদের পদচারণে সরগরম বিসিবি পাড়া। গতকাল ছিল মনোনয়নপত্র বিক্রয়ের দিন। আজ জমা দেওয়ার দিন। পরিচালক পদে নির্বাচন করতে আগ্রহী প্রার্থীদের কেউ কেউ নিজে উপস্থিত হয়ে মনোনয়নপত্র কিনেছেন। কেউ আবার প্রতিনিধি দিয়ে কিনেছেন। বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজে উপস্থিত হয়ে কিনেছেন। প্রতিনিধি দিয়ে কিনেছেন তামিম। সাবেক অধিনায়ক ফারুক আহমেদ প্রতিনিধি দিয়ে কিনেছেন। নিজে উপস্থিত হয়ে কিনেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। মনোনয়নপত্র কেনায় সবচেয়ে বড় চমক খান আবদুর রাজ্জাক রাজ। নমিনেশন কিনেছেন জাতীয় দলের সাবেক বাঁ হাতি স্পিনার খুলনা বিভাগের কাউন্সিলর হয়ে। তিনি খুলনা বিভাগে দুই পরিচালকের একজন হতে নির্বাচন করবেন। মনোনয়নপত্র কেনার আগে অবশ্য রাজ্জাক রাজ জাতীয় ক্রিকেট দলের পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি বলেন, ‘আমি বিসিবির নির্বাচক পদে এত দিন ছিলাম। এখন আমার লক্ষ্য দেশের ক্রিকেটে অন্যভাবে অবদান রাখা।
৬ অক্টোবর বিসিবির নির্বাচন। ক্যাটাগরি-১, ২ ও ৩-এ ২৩ পরিচালক পদে নির্বাচন করতে গতকাল মনোনয়নপত্র বিক্রি হয়েছে ৬০টি। ক্যাটাগরি-১ এ ১০ পরিচালকের জন্য বিক্রি হয়েছে ২৫টি। ঢাকা বিভাগ ও জেলার দুই পরিচালকের জন্য কিনেছেন আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদীন ফাহিম ও এস এম আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান। চট্টগ্রাম বিভাগ ও জেলা কোটায় বিক্রীত মনোনয়নপত্র ৫, রাজশাহীত ৪, সিলেট ৩, রংপুর ৬, বরিশালে ১টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। ক্যাটাগরি-২ এ ১২ পরিচালকের জন্য মনোনয়নপত্র বিক্রি হয়েছে ২৫টি এবং ক্যাটাগরি-৩ এ মনোনয়নপত্র কিনেছেন খালেদ মাসুদ পাইলট, সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর ও দেবব্রত পাল।
ক্যাটাগরী-২ এ কাউন্সিলর ৭৬ জন। প্রিমিয়ার বিভাগ ১২, প্রথম বিভাগ ২০, দ্বিতীয় বিভাগ ২৪ ও তৃতীয় বিভাগ ২০ কাউন্সিলর। ৭৬ কাউন্সিলর নির্বাচিত করবেন ১০ পরিচালক। ৩২ জন আগ্রহী প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। ওল্ড ডিওএইচএসের কাউন্সিলর তামিম ইকবাল, ধানমন্ডি ক্রিকেট ক্লাবের ইসতিয়াক সাদেক, সূর্যতরুণ ক্লাবের ফাহিম সিনহা, ঢাকা মেরিনার্স ইয়াংসের শানিয়ান তানিম নাভিন, ব্রাদার্স ইউনিয়নের ইশরাক হোসেন, মোহামেডানের মাসুদুজ্জামান, এক্সিউম ক্রিকেটার্সের ইসাফিল খসরু, ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাবের সাউদ ইব্রাহিম আহমেদ, ইন্দিরা রোড ক্রীড়া চক্রের রফিকুল ইসলাম বাবু, রেঞ্জার্স ক্রিকেট একাডেমির ফারুক আহমেদ, কাঁঠালবাগান ক্রিকেট একাডেমির মেজর (অব.) ইমরোজ আহমেদ।
এ ছাড়া উল্লেখযোগ্য নাম আদনান রহমান দীপন, সাব্বির আহমেদ রুবেল, সাইফুল ইসলাম সপু, মির্জা ইয়াসির আব্বাস, ফায়াজুর রহমান মিতু, মঞ্জুরুল আলম।