তিন জায়ান্টই শুরুতে হোঁচট খেল। শুক্রবার বাংলাদেশ ফুটবল লিগের পর্দা উঠেছে। রহমতগঞ্জের বিপক্ষে গোলশূন্য ড্র করে দেশসেরা আসরের যাত্রা করে ঢাকা আবাহনী। রানার্সআপরা পয়েন্ট হারানোর পর গতকাল হোঁচট খেয়েছে বসুন্ধরা কিংস। ২ গোলে এগিয়ে যাওয়ার পরও তারা ড্র করেছে পেশাদার ফুটবলে মর্যাদাকর আসরে নবাগত দল পিডব্লিউডির সঙ্গে। আর চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান নিজেদের প্রথম ম্যাচেই কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। ফর্টিস এফসি তাদের ২-০ গোলে হারিয়েছে। এ হারের মাধ্যমে ৫৫ বছরের রেকর্ড ভেঙে গেল সাদা-কালোদের। লিগ চ্যাম্পিয়ন হিসেবে মোহামেডান শেষবার লিগের প্রথম ম্যাচ হারে ওয়াপদার কাছে ১৯৭০ সালে। সেই রেকর্ড এবার ভেঙে দিল ফর্টিস। দিনের আরেক ম্যাচে পুলিশ এফসি ১-০ গোলে হারায় ব্রাদার্স ইউনিয়নকে।
পেশাদার লিগের শুরুতে তিন জায়ান্টের হোঁচটকে ব্যতিক্রমী অঘটন বলা যায়। বসুন্ধরা কিংস অভিষেকের পর থেকেই শক্তিশালী দল গড়ছে। এবার তো আরও ব্যালান্সড দল। যার প্রমাণ দিয়েছে চ্যালেঞ্জ কাপে শিরোপা জিতে। অথচ কিংস কি না ফেডারেশন কাপ গ্রুপের প্রথম ম্যাচে ফর্টিসের বিপক্ষে ড্র করে! গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে কিংস লিগের শুরুটা জয়ে করবে তা অনেকেই নিশ্চিত ছিলেন। ব্যবধান কত হবে সেটাই ছিল অপেক্ষা। ২-০ গোলে এগিয়ে যাওয়ায় সহজ জয়ের পথে হাঁটছিল তারা। শেষ পর্যন্ত কি না ২ গোল শোধ করে মূল্যবান ২ পয়েন্ট তুলে নিল পিডব্লিউডি। আক্রমণাত্মক শুরু করে ১৩ মিনিটেই এগিয়ে যায় কিংস। ফয়সাল আহমেদ ফাহিমের কাছ থেকে বল পেয়ে ডরিয়েলটন গোলটি করেন। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন ফাহিম। দ্বিতীয়ার্ধেও চাপ অব্যাহত ছিল। কিন্তু সুযোগ হাতছাড়া করায় কিংস আর গোল করতে পারেনি। ৬৮ মিনিটে দৃশ্যপট পাল্টে যায়। ডি-বক্সে সোহেল রানা ফাউল করেন সোহানুর রহমানকে। রেফারি আলমগীর সরকার পেনাল্টির বাঁশি বাজান। আকোবিরতুরায়েভ স্পট কিকে গোল করে ব্যবধান কমান। ৪ মিনিট পর কিংসের রক্ষণভাগের ভুলে ফয়সাল আহমেদ আকাশ গোল করে ম্যাচ ড্র করান।
বসুন্ধরা কিংস অ্যারিনায় চ্যাম্পিয়ন মোহামেডান ছিল বড্ড ম্লান। প্রথমার্ধে গোল না হলেও দ্বিতীয়ার্ধে ফর্টিস আক্রমণাত্মক খেলে লিগের শুরুতেই মূল্যবান জয় পেয়ে যায়। ৬১ ও ৭৯ মিনিটে ফর্টিসের পক্ষে জোড়া গোল করেন গাম্বিয়ার ফরোয়ার্ড ওমর বাবু। গত লিগে টানা আট ম্যাচে জয় পেলেও এবার শুরুতে হার মানল মোহামেডান। স্বাধীনতার পর ১৯৭৫, ’৭৬, ’৭৮, ’৮০, ’৮২, ’৮৬, ’৮৭, ’৮৮-৮৯, ’৯৩, ’৯৬, ’৯৯ ও ২০০৩ সালে চ্যাম্পিয়ন হলেও লিগের প্রথম ম্যাচ হারেনি। গত বছরের চ্যাম্পিয়ন মোহামেডানের গৌরবের রেকর্ড ভেঙে দিল ফর্টিস। মুন্সিগঞ্জ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে পাওলো সান্তোসের গোলে পুলিশ হারায় ব্রাদার্সকে।