ইংলিশ লিগের ১৯৪৯-৫০ সালে সর্বোচ্চ গোলদাতা হন ডিকি ডেভিস। বার্মিংহ্যামে জন্ম নেওয়া এ ইংলিশ ফুটবলার সেই মৌসুমে খেলেন সান্ডারল্যান্ডের জার্সিতে। ২৫ গোল করে তিনি লিগের সেরা গোলদাতা হন।
অবশ্য তার দল চ্যাম্পিয়ন হতে পারেনি। পোর্টসমাউথ ৫৩ পয়েন্ট নিয়ে ইংলিশ লিগ জয় করে সেবার।