গত সপ্তাহে লর্ডসে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় টেস্টে ইংলিশরা ২২ রানে জয়ী হয়। অলরাউন্ড পারফরম্যান্সে ইংলিশ অধিনায়ক বেন স্টোকস হয়েছিলেন ম্যাচসেরা। এ জয়ে ইংল্যান্ড সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। ২৪ জুলাই থেকে ওল্ড ট্র?্যাফোর্ডে শুরু হচ্ছে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার চতুর্থ টেস্ট। এ টেস্টের আগে ভারতীয় দলে বিভিন্ন সমস্যায় ভুগছেন কয়েকজন ক্রিকেটার। বিশেষ করে পেস আক্রমণ বিভাগে দেখা দিয়েছে দুঃশ্চিন্তা। বিসিসিআই জানিয়েছে, চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। অনুশীলনে হাতের ইনজুরিতে পড়ে আর্শদ্বীপ সিংও দল থেকে ছিটকে গেছেন। পিঠের ইনজুরির কারণে বোলার আকাশ দ্বীপের এ ম্যাচে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এর ফলে তাদের জায়গায় ভারতীয় দল পেসার আনশুল কামবোজকে দলে ডেকেছে। ইংল্যান্ড সফরে ভারত ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ভালো পারফরম্যান্স করেছেন তিনি। দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলে তিন ইনিংসে মোট পাঁচ উইকেট নেন ২৪ বছর বয়সি ডানহাতি এ পেসার। দলের প্রাথমিক পরিকল্পনা ছিল জশপ্রীত বুমরাহ এ সিরিজে মাত্র তিনটি টেস্টে খেলবেন। কিন্তু আকাশের ইনজুরিতে ম্যানচেস্টারেও বুমরাহকেই পেস আক্রমণের নেতৃত্ব দিতে হবে। এ ছাড়া লর্ডসে প্রথম ইনিংসে বুমরাহর বল ধরতে গিয়ে বাঁ হাতের আঙুলে চোট পান রিশাভ পান্ত। পরে মাঠ ছাড়তে বাধ্য হলেও দুই ইনিংসেই ব্যাটিং করেন তিনি। তবে চতুর্থ টেস্টে কিপিং করতে না পারলেও ব্যাটার হিসেবে খেলানোর কথা ভাবছে গিলের দল। এমনটা হলে একাদশে ফিরবেন ধ্রুব জুরেল।