এশিয়ান কাপ ফুটবলে বাংলাদেশ ও হংকংয়ের ম্যাচ অক্টোবরে। হামজা দেওয়ান চৌধুরী ঠিক সময়ে খেলতে উড়ে আসবেন। সিঙ্গাপুরের বিপক্ষে খেলেই তিনি ইংল্যান্ডে ফিরে যান। বিশ্রাম নয়, মাঠেই রয়েছেন। লিস্টার সিটির হয়ে প্রাক মৌসুমের প্রস্তুতি ম্যাচ খেলছেন। তার দল টানা তিন ম্যাচে হ্যাটট্রিক জয় পেয়েছে। নতুন ম্যানেজার মার্তি সিফুয়েন্তেসের অধীনে প্রথমবার মাঠে নামল দলটি। শনিবার হাঙ্গেরির শীর্ষ লিগ ক্লাব জেটিইর বিপক্ষে প্রাক মৌসুমের তৃতীয় প্রস্তুতি ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে হামজার লিস্টার সিটি। প্রচণ্ড গরমের মধ্যেও দুর্দান্ত খেলেছে সিফুয়েন্তেসের দল।
প্রথমার্ধে নামা একাদশ কিছুটা চমকপ্রদ হলেও পুরোনো স্টাইলে ৪-২-৩-১ ফরমেশনেই খেলেছে লিস্টার সিটি। রক্ষণে ছিলেন কোনার ডিও ভাউট ফেস। গোলরক্ষক ছিলেন জ্যাকব স্ট্রোলারডিক। ফুল ব্যাক হিসেবে বাঁ দিক সামলান লুকথমাস আর ডান পাশে ছিলেন হামজা চৌধুরী। মিডফিল্ডে হ্যারিউইংস ও অলিভার স্কিপের সঙ্গে আক্রমণে ছিলেন বিলান এলখানুস, জেরেসি মঙ্গা ম্যাক এটিয়ার ও প্যাটনন ডাকো। ৭০ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন জর্ডান আয়েউ। বক্সের মধ্যে থেকে নিখুঁত ফিনিশে জালে বল পাঠান তিনি। হামজার পারফরম্যান্স আহামরি ছিল না।