নতুন অ্যাডহক কমিটি গঠনের দেড় মাসের মধ্যেই পদত্যাগ করলেন ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি সালাহউদ্দিন আলমগীর। জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিজের পদত্যাগপত্র দেন তিনি। সহ-সভাপতি তরিকুল ইসলাম চৌধুরীই এখন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। ফলে জাতীয় চ্যাম্পিয়নশিপের মতো বড় আয়োজনেও দেখা যায়নি তাকে।
এ বিষয়ে শনিবার ফেডারেশনের সাধারন সম্পাদক রাসেল কবিরের কথা,‘ আমাদের সভাপতি পদত্যাগ করেছেন। সেই চিঠি তিনি ফেডারেশন, জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দিয়েছেন। ব্যক্তিগত কারণেই তিনি দায়িত্ব থেকে সরে দাড়িয়েছেন।’
নির্বাহী সদস্য কামরুজ্জামানের কথা, ‘সভাপতির পদত্যাগ ফেডারেশনের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। ফেডারেশনের সবার সম্মিলিত প্রচেষ্টায় সেই ধাক্কা কাটিয়ে সুন্দর জাতীয় চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে।
২৩ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ ব্যাডমিন্টন ফেডারেশনের অ্যাডহক কমিটি প্রকাশ করে। নতুন কমিটির সভাপতি দায়িত্ব নিয়ে গণমাধ্যমে বেশ উচ্ছ্বাসও প্রকাশ করেছিলেন সালাহউদ্দিন। নানা আশা দিয়ে ব্যাডমিন্টনকে আকাশসমান উচ্চতায় নিয়ে যাওয়ার কথা বলেছেন। ব্স্মিয়করভাবে পদত্যাগ করার কারণ সম্পর্কে সালাহউদ্দিন আলমগীর মিডিয়াকে বলেন, ‘কারো সঙ্গে কোনো দূরত্ব বা সমস্যা হয়নি। ফেডারেশনের সভাপতি হিসেবে যতটুকু সময় দেয়া প্রয়োজন সেটা দিতে পারব না। নিজস্ব ব্যস্ততার জন্য সরে এসেছি। তবে খেলাটির উন্নয়নে যতটুকু সহায়তা করার দরকার সেটা পেছন থেকে করার সর্বাত্নক চেষ্টা করব।’
সূত্রমতে, পদত্যাগপত্র দেওয়ার পর জুনের শেষ সপ্তাহে বিওএ সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সঙ্গে ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি হিসেবে বৈঠক করেছিলেন। এ নিয়ে সালাহউদ্দিনের ব্যাখ্যা,‘ এটা পূর্ব নির্ধারিত বাইনেমে ছিল এবং সেটা ফেডারেশনের অন্যদের সঙ্গে আলোচনা করেই গিয়েছিলাম এবং সেখানে আলোচনার বিষয়টিও ফেডারেশনকে অবহিত করেছি।’