২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রায় বছরখানেক আগেই টুর্নামেন্টের টিকিট সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করেছে ফিফা। ফিফা জানিয়েছে, আগামী ১০ সেপ্টেম্বর থেকে টিকিট সংগ্রহের জন্য প্রাথমিক আবেদন করতে পারবেন ফুটবল অনুরাগীরা। যা চালু থাকবে আগামী বছরের ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালের দিন পর্যন্ত। ব্যাপক চাহিদার কারণে টিকিট বিক্রির প্রক্রিয়া ধাপে ধাপে শেষ করা হবে।
টিকিট ক্রয়ে ইচ্ছুক ব্যক্তিদের fifa.com/tickets (ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন করে ফিফা আইডি থাকা আবশ্যক)-এর মাধ্যমে প্রাথমিক আবেদন করতে হবে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের অসাধারণ সফলতার পর বিশ্বকাপ ২০২৬ নিয়ে উন্মাদনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র যখন বিশ্বের সবচেয়ে বড় ও সেরা ক্রীড়া ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে, তখন আমরা পুরো বিশ্বকে উত্তর আমেরিকায় স্বাগত জানাতে প্রস্তুত। বিশ্বজুড়ে ভক্তদের এখনই প্রস্তুতি নিতে বলছি—এটি হবে ক্রীড়াবিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত আসন।