উইম্বলডন নারী এককে এবারও নতুন চ্যাম্পিয়ন দেখবে টেনিসপাড়া। প্রথমবারের মতো এ গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন সাবেক শীর্ষ তারকা ইগা সুয়াটেক ও ১৩তম বাছাই আমান্ডা আনিসিমোভা। আজ নিজেদের প্রথম উইম্বলডন শিরোপা জয়ের লড়াইয়ে নামবেন দুই তারকা। পোলিশ মেয়ে ইগা যদিও পাঁচবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী। চারটি রোলা গারোয় ও ইউএস ওপেনের একটি ট্রফি জিতেছেন তিনি। এখন পর্যন্ত কোনো ফাইনালে হারেননি ইগা। তবে ২৪ বছর বয়সি উইম্বলডনের শিরোপা জিততে পারেননি। এখানে সর্বোচ্চ কোয়ার্টার ফাইনাল খেলেছেন তিনি। সেমিফাইনালে ইগা সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন বেলিন্ডা বেনসিককে ৬-২, ৬-০ গেমে হারিয়ে প্রথমবারের মতো উইম্বলডন ফাইনালের টিকিট কাটেন। অপর দিকে যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভা টেনিসের শীর্ষ তারকা আরিনা সাবালেঙ্কাকে হারিয়েছেন। যা এবারের আসরের সবচেয়ে বড় অঘটন। সেমিতে বেলারুশের মেয়েকে ৬-৪, ৪-৬, ৬-৪ গেমে হারিয়ে প্রথমবারের মতো উইম্বলডনের ফাইনালে পা রাখলেন তিনি। এটি তার ক্যারিয়ারের প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে ওঠা। ২০১৯ সালে ১৭ বছর বয়সে রোলা গারোর সেমিফাইনালে খেলেছিলেন আনিসিমোভা। সেবার হারলেও এবার ফাইনালে উঠা হাতছাড়া করেননি। তবে উইম্বলডনের ফাইনালে আগের অভিজ্ঞতা ও এখন পর্যন্ত কোনো ফাইনালে না হারা ইগা সুয়াটেক নতুন অভিজ্ঞতার আনিসিমোভার বিপক্ষে ফেবারিট হিসেবেই নামবেন। ফলে এ নিয়ে উইম্বলডনে নারী এককে টানা অষ্টমবার নতুন কেউ চ্যাম্পিয়ন হতে যাচ্ছেন। ২০১৬ সালে সেরেনা উইলিয়ামসের পর প্রথম আমেরিকান নারী হিসেবে উইম্বলডন জেতার হাতছানি পাচ্ছেন আনিসিমোভা। গত তিনটি উইম্বলডন ফাইনালে হেরে যান আমেরিকান নারীরা। অন্যদিকে ইগাও ক্যারিয়ারের প্রথম উইম্বলডন শিরোপার মাত্র এক জয় থেকে দূরে।