লিওনেল মেসি এবং অ্যাঞ্জেল ডি মারিয়া আর্জেন্টিনার একই শহরে বেড়ে উঠেছেন। রোসারিও শহরে মেসির জন্ম ১৯৮৭ সালে। এই শহরেই এক বছর পর ডি মারিয়া এসেছেন পৃথিবীতে। মেসি নিউ ওয়েলস ওল্ড বয়েসে ফুটবলের প্রাথমিক দীক্ষা নেন। অন্যদিকে ডি মারিয়ার ফুটবল যাত্রা রোসারিও সেন্ট্রালে। একই শহরে হলেও ২০২১ সালের আগে ডি মারিয়ার জনপ্রিয়তা ছিল মেসির চেয়েও অনেক বেশি। সেন্ট্রাল রোসারিওতে ফুটবল ক্যারিয়ার শুরু করেন ডি মারিয়া। মেসি পাড়ি জমান বার্সেলোনায়। আর্জেন্টিনার মাটিতে জনপ্রিয় হয়ে ওঠেন ডি মারিয়া। তবে ২০২১ সালে কোপা আমেরিকা, ২০২২ সালে বিশ্বকাপ এবং ২০২৪ সালে ফের কোপা আমেরিকা জয় করে লিওনেল মেসি পুরো আর্জেন্টিনায় হয়ে উঠেছেন ইতিহাসের সেরা তারকা। তবে ডি মারিয়ার জনপ্রিয়তাও কমেনি। তিনিও দিনে দিনে আরও বড় তারকা হয়ে উঠেছেন। এবার ইউরোপ অধ্যায় শেষ করে ফিরে যাচ্ছেন প্রিয় রোসারিও শহরে। ফিফা ক্লাব বিশ্বকাপে নকআউট পর্বের শুরুতেই চেলসির কাছে হেরে বিদায় নিয়েছে ডি মারিয়ার বেনফিকা। শনিবার গভীর রাতে নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে পর্তুগিজ ক্লাব বেনফিকাকে ৪-১ গোলে পরাজিত করেছে চেলসি। ম্যাচের ৬৪ মিনিটে রিস জেমসের ফ্রি কিক গোলে এগিয়ে যায় চেলসি। যোগ করা সময়ের শেষ মুহূর্তে পেনাল্টি গোলে বেনফিকাকে সমতায় ফেরান ডি মারিয়া। ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। অতিরিক্ত সময়ের খেলায় নেমে দুই মিনিটের মধ্যেই জিয়ানলুকা লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বেনফিকা। এরপর ক্রিস্টোফার (১০৮ মিনিট), পেদ্রো নেতো (১১৪) এবং কিয়েরনান (১১৭) গোল করে চেলসিকে বড় জয় উপহার দেন। এ পরাজয়ের মধ্য দিয়েই ইউরোপ অধ্যায় শেষ হলো ডি মারিয়ার। তিনি এবার ফিরে যাবেন ছেলেবেলার ক্লাব রোসারিও সেন্ট্রালে। ডি মারিয়া ২০০৭ সালে আর্জেন্টিনা ছেড়ে ইউরোপে আসেন। এরপর থেকে গত ১৮ বছরে তিনি খেলেছেন বেনফিকা, রিয়াল মাদ্রিদ, ম্যানইউ, পিএসজি, জুভেন্টাসের মতো বিশ্বসেরা ক্লাবগুলোতে। ইউরোপিয়ান ক্লাবগুলোর জার্সিতে ৩০টি ট্রফি জয় করেছেন ডি মারিয়া। এবার ফিরে যাচ্ছেন আর্জেন্টিনায়। রোসারিও সেন্ট্রাল আর্জেন্টিনার প্রিমেরা ডিভিশন লিগে তেমন বড় কোনো দল নয়। গত মৌসুমে তারা ২৮ দলের মধ্যে ২০ নম্বরে ছিল। সামনের মৌসুমেও লিগে খেলবে। ডি মারিয়ায় কতটা বদলাবে রোসারিও সেন্ট্রাল, তা কেবল সময়েই জানা যাবে। বেনফিকাকে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল চেলসি। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তারা মুখোমুখি হবে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসর। শেষ ষোলোর লড়াইয়ে পালমেইরাসর স্বদেশি ক্লাব বোটাফোগোকে ১-০ গোলে পরাজিত করেছে।
শিরোনাম
- চিকিৎসকদের নিয়ে বক্তব্য : দুঃখ প্রকাশ করলেন আসিফ নজরুল
- ড্র দিয়ে মৌসুম শুরু করল চেলসি
- ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত
- মহাখালীর ফিলিং স্টেশনের আগুন নিয়ন্ত্রণে
- বগুড়ায় ডোবা থেকে পরিত্যক্ত ৬ গ্রেনেড উদ্ধার
- করতোয়া নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু
- ছিনতাই করে পালালেও শেষ রক্ষা হয়নি
- বাউবিতে হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু
- বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- সিংড়ায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- জামালপুরে সানন্দবাড়ী ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন
- বগুড়ায় বিএডিসির অনিয়মিত শ্রমিকদের কর্মবিরতি
- বগুড়ায় আল-আমিন হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
- পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে লেনদেন বাড়ল
- ৮৩ আসনের সীমানা পরিবর্তনে আবেদন পড়েছে ১৭৬০টি
- ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ অক্টোবরে শেষের আশা প্রসিকিউশনের
- পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব প্রধান বিচারপতির
- দীর্ঘ বিরতির পর বিটিভিতে ফিরলো ‘নতুন কুঁড়ি’
- কলাপাড়ায় চিরকুট লিখে দর্জির আত্মহত্যার অভিযোগ
- সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ডি মারিয়ার ইউরোপ অধ্যায় শেষ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর