রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবের বিপরীতে ইউরেকা ফিলিং স্টেশনে আগুনের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ১০টি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সংস্থাটি বলেছে, সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে মহাখালী রেললাইনের পাশেই ইউরেকা ফিলিং স্টেশনে আগুন লাগার খবর পায়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সন্ধ্যা ৭টা ৪৭ মিটিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, তেল বহনকারী গাড়ি থেকে তেল নেওয়া হচ্ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। প্রথমে পাম্পের লোকজন আগুন নেভাতে চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন দ্রুত নিয়ন্ত্রণ করেন। ওই সময় আশপাশে আগুন-আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।
বহুতল ভবনে এসি থেকে আগুন, আতঙ্ক : রাজধানীর মালিবাগ মোড়ের হোসাফ শপিং কমপ্লেক্সে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্রে আগুন লাগার ঘটনা ঘটে। গতকাল দুপুর ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে যায়। তবে এর আগেই মার্কেটের লোকজন আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে পুরো ভবন ও আশপাশ প্রচণ্ড ধোঁয়ায় আতঙ্ক সৃষ্টি করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সূত্রটি জানায়, ছয়তলা ভবনের চতুর্থ তলায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কোনো আগুন পাইনি। কিছু ধোঁয়া ছিল, তা নিয়ন্ত্রণ করা হয়। ভবনের দুটো সিঁড়ির একটিতে বিভিন্ন দোকানের মালামাল মজুত করে রাখা হয়েছে। এসির বাইরের অংশও রাখা হয়েছে ওই সিঁড়িতে, সেখানেই এসি থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার এক্সটিংগুইশার ছাড়া আগুন নেভানোর আর কোনো ব্যবস্থা শপিং মলে দেখা যায়নি। সিঁড়েতে আগুন লাগার পর ধোঁয়া বের হওয়ার কোনো পথ পায়নি। সে কারণে ধোঁয়া পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে এবং আতঙ্ক তৈরি হয়। আগুনে এসি ছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।