নাটোরের সিংড়ায় শরিফুল ইসলাম (২৮) নামের এক মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত যুবক একই গ্রামের কাঠ ব্যবসায়ী শহিদ মোল্লার ছেলে। ঘটনার পর থেকেই বাবা পলাতক রয়েছেন। তবে হত্যার কাজে ব্যবহৃত হাসুয়াটি উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় ওয়ার্ড সদস্য সাবান সরদার ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, যুবক শরিফুল ইসলাম নেশার টাকা যোগাড় করতে প্রায়ই এলাকার হাঁস-মুরগী, বাসা-বাড়িতে চুরি ও পরিবারের লোকজনকে মারধর করত। তার নির্যাতন থেকে বাঁচতে তাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রেও রাখা হয়। তারপরও তার নির্যাতনে অতিষ্ঠ হয়ে এবং জীবনের নিরাপত্তা না পেয়ে বিবাহিত স্ত্রীও তাকে ছেড়ে চলে যান। তাকে নিয়ে পারিবারিকভাবে বসে শাসন করতে গিয়েও স্বজনরা লাঞ্চিত হন। অবশেষে শনিবার সন্ধ্যায় নেশার টাকা না পেয়ে আপন বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করতে গিয়ে নিজেই বাবার হাতের ধারালো হাসুয়ার কোপে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
সিংড়া থানার ওসি মমিনুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে ধারালো হাসুয়া উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকেই তার বাবা পলাতক রয়েছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/জামশেদ