বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ এবং মাসে ৩০ দিনের হাজিরা নিশ্চিত করার দাবিতে কর্মবিরতি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের বিসিক এলাকায় ‘অনিয়মিত শ্রমিক ঐক্য পরিষদ’ এই কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী। এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএডিসির অনিয়মিত শ্রমিক কর্পোরেশনের সভাপতি মো. মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, শ্রমিক নেতা মো. জলিল, মো. জাকির হোসেন, উম্মে কুলসুম হানি, মো. জাফর, মুনফিকুর রহমান মিঠু প্রমুখ।
বক্তারা বলেন, শ্রম মন্ত্রণালয় কর্তৃক প্রণীত ‘দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা-২০২৫’ বাতিল করতে হবে। একইসাথে ‘কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০১৭’ বাস্তবায়নের দাবি জানান তারা।
তারা আরও বলেন, অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করে প্রতিমাসে ৩০ দিনের কাজের নিশ্চয়তা দিতে হবে। অন্যথায় কর্মবিরতি অব্যাহত থাকবে।
জানা গেছে, বগুড়া জেলায় বিএডিসির ১০টি অফিসে প্রায় ৫০০ শ্রমিক কর্মরত রয়েছেন। বক্তারা জানান, আগামীকাল (১৮ আগস্ট) থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতি শুরু হবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।
বিডি প্রতিদিন/জামশেদ