পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে নেয় দ্বিতীয় ম্যাচে। নেপালকে হারিয়ে জয়ের ট্রাকে উঠলেও তৃতীয় ম্যাচে ফের ধাক্কা খেয়েছে বাংলাদেশ ‘এ’। গতকাল নর্দার্ন টেরিটোরির ডারউইনে টপ অ্যান্ড টি-২০ সিরিজে ব্যাটিং ব্যর্থতায় পার্থ স্করচার্সের কাছে হেরেছে ৫ উইকেটে। আগামীকাল নর্দার্ন টেরিটোরি স্ট্রাইকের বিপক্ষে আসরের চতুর্থ ম্যাচ খেলবে সোহান বাহিনী। প্রথম ব্যাটিংয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১২৩ রান করে ‘এ’ দল। পার্থ ১২ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয়। নেপাল ম্যাচে ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলা আফিফ হোসেন গতকালও দারুণ ব্যাটিং করেন। তিনি একাই পার্থের বোলারদের বিপক্ষে লড়াই করেন। ৪৯ বলে ৪ চারে অপরাজিত থাকেন ৪২ রানে। এ ছাড়া বাঁ হাতি স্পিনার রাকিবুল হাসান ১২ এবং ১৪ রান করে করেন অধিনায়ক নুরুল হাসান সোহান ও মৃত্যুঞ্জয় চৌধুরী। আগের ম্যাচের সেরা ক্রিকেটার জিসান আলম আউট হন ব্যক্তিগত ৯ রানে। বাঁ হাতি ওপেনার নাঈম শেখ ৫, সাইফ হাসান ১ রান করেন। চার দিনের ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডের অধিনায়ক মাহিদুল ইসলাম অংকন আউট হন মাত্র ৬ রানে। পার্থের ব্রায়স জনসন ৩ উইকেট ও আলবার্ট এস্টারহুইসেন নেন ২ উইকেট। ১২৪ রানের টার্গেটে জোয়েল কার্টিসের ব্যাটিং দৃঢ়তায় ১২ বল হাতে রেখেই জয় তুলে নেয় পার্থ স্করচার্স। ৪৪ রানে অপরাজিত থাকেন কার্টিস। সফরে একটি মাত্র চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’। এজন্য দল ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াডে জায়গা হয়নি টি-২০ অধিনায়ক সোহানের।
বাংলাদেশ ‘এ’ : মাহিদুল ইসলাম অংকন (অধিনায়ক), সাইফ হাসান, ইফতেখার হোসেন ইফতি, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, অমিত হাসান, ইয়াসির আলী চৌধুরী, রাকিবুল হাসান, নাঈম হাসান, হাসান মুরাদ, রিপন মণ্ডল, মুশফিক হাসান, এনামুল হক ও হাসান মাহমুদ।